দ্বীপক চন্দ্র সরকার: নেত্রকোণা উদীচী শিল্পী গোষ্ঠীর উদ্যোগে সোমবার সন্ধ্যায় লোক সংগীত উৎসব উপলক্ষ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা উদীচী শিল্পী গোষ্ঠীর সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান প্রতিরোধযোদ্ধা এডভোকেট অসিত কুমার সরকার সজল, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম খান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট শামছুর রহমান ভিপি লিটন, শিক্ষাবিদ অধ্যাপক মতিন্দ্র সরকার, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দেওয়ান রনি, জেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক এডভোকেট দীপক ধর গুপ্ত, পৌর আওয়ামী লীগের সভাপতি অর্পিতা খান সুমি, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কৃষ্ণেন্দু দত্ত রায় বাপ্পী প্রমুখ।