মোঃ আছাদুল হক, কয়রা খুলনা প্রতিনিধি: খুলনার কয়রা উপজেলায় শ্রমিক লীগের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন কমিটিতে সাবেক ছাত্রনেতা আলামিন খোকনকে সভাপতি ও এসএম আমিরুল ইসলামকে সাধারণ সম্পাদক করা হয়েছে। গত মঙ্গলবার খুলনা জেলা শ্রমিক লীগের সভাপতি এবং সাধারণ সম্পাদক স্বাক্ষরিত শ্রমিক লীগের প্যাডে গণমাধ্যমে বিজ্ঞপ্তি পার্টিয়ে এ বিষয়টি জানান। পূর্ণাঙ্গ কমিটির সূত্রে, গত মঙ্গলবার শ্রমিক লীগ খুলনা জেলার জিএম আবু জাফর ও অসাধারণ সম্পাদক শেখ পির আলী পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেন। জাতীয় শ্রমিক লীগ কয়রা উপজেলা শাখার ৪৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। গত মঙ্গলবার সাংগঠনিক খুলনা জেলা শাখা এই কমিটি অনুমোদন দেন জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক বলেন, শ্রমিক লীগ কয়রা উপজেলার বিগত কমিটি মেয়াদত্তীর্ণ হওয়ায় বিলুপ্তি করে সংগঠনকে গতিশীল করার লক্ষ্যে নতুন করে আগামী ২ বছরের জন্য ৪৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।