আবু বকার সিদ্দীক হিরা । (খুলনা ব্যুরো প্রধান ) কেএমপি’র মাদক বিরোধী অভিযানে ২৮৭ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৩০০ গ্রাম গাঁজাসহ ০৬ (ছয়) জন মাদক কারবারি গ্রেফতার, গত ২৪ ঘন্টায় খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে মাদক কারবারি ১) মোঃ আল আমীন বুলু(৪২), পিতা-মৃত: তোতা মিয়া, সাং-শেখপাড়া, থানা-সোনাডাঙ্গা মডেল; ২) মোঃ মিজান তালুকদার(২৫), পিতা-মোঃ মাহফুজ তালুকদার, সাং-কলোনী, থানা-খালিশপুর, এ/পি সাং-বাঙ্গালবাড়ি, থানা-আড়ংঘাটা; ৩) মোঃ জুয়েল হাওলাদার(২২), পিতা-মোঃ ইউনুস হাওলাদার, সাং-বিশ্বারোড সুইচ গেট, থানা-লবণচরা; ৪) মোঃ ইব্রাহিম হাওলাদার@আশিক(৩৭), পিতা-মৃত: ইসরাইল হাওলাদার, সাং-মুজগুন্নী উওর পাড়া, থানা-খালিশপুর, এ/পি সাং-নয়াবাটি মুন্সীবাড়ী রোড, থানা-খালিশপুর; ৫) মোঃ জসিম আকন(৪২), পিতা-মৃত: নজরুল ইসলাম (নশা), সাং-গাবতলা রেল লাইনের পাশে, থানা-খালিশপুর এবং ৬) মোঃ সজল সরদার(২০), পিতা-মোঃ আলমগীর সরদার, সাং-পাবলা দক্ষিণ কারিগরপাড়া, থানা-দৌলতপুর, খুলনা মহানগরীদের’কে মহানগরীর বিভিন্ন থানা এলাকা হতে গ্রেফতার করা হয়েছে। উপরোক্ত মাদক কারবারিদের নিকট হতে ২৮৭ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৩০০ গ্রাম গাঁজা আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে। এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ০৬ টি মাদক মামলা রুজু করা হয়েছে।