মোঃ মশিউর রহমান
জাতীয় দৈনিক বিকাল বার্তা
লালমনিরহাট জেলা। প্রতিনিধি:
প্রথমবার স্ট্রবেরি চাষ করে ব্যাপক সারা ফেলেছেন মনোরম গ্রামের জাহিদ বসুনীয়া। লালমনিরহাট জেলার মহেন্দ্র নগর ইউনিয়ন ৯ নং ওয়ার্ডের বাসিন্দা সাধারন ইতিহাসে স্নাতক পাস করে জাহিদ বসুনীয়া চাকরির সন্ধানে না গিয়ে নিজেই ২০১৯ সালে পুরোপুরিভাবে বিভিন্ন ধরনের ফলনে কৃষি কাজ শুরু করেন।
২০২৩ সালের ১২ ডিসেম্বর এ বছরই প্রথমবার স্ট্রবেরি চাষ শুরু ১৮,০০০ হাজার চারা করে প্রায় তিন বিঘা জমিতে এর চাষ করছেন।
ইতিমধ্যে প্রায় ৪৫,০০০ টাকার স্ট্রবেরি বিক্রি করেছেন, তার আশা আরো অর্থ আসবে এই জমি থেকে।
তিনি জানান, ২৩ সালে বগুড়া জেলা সদর থেকে টিস্যু কালচারের স্ট্রবেরি চারা আনিয়ে ডিসেম্বরে জমিতে চারাগুলি লাগিয়েছি।
সব মিলিয়ে এখন ১২,০০০ হাজার টি গাছ রয়েছে।
২৪ সালের ফেব্রুয়ারি মাসের শুরুর দিকে এর ফল সংগ্রহ শুরু হয়েছে।
একদিনে ৪০ আরেকদিনে ৩০ কেজি পর্যন্ত ফল সংগ্রহ করেছে। জাহিদ বসুনীয়া বলেন প্রতি কেজি ফল পাইকারি ৬৫০ থেকে ৭৫০ টাকা দামে বিক্রি করছি।
রংপুর, কুড়িগ্রাম ও জেলা সদরের এলাকার লোকজন কিনে নিচ্ছেন।
সম্পূর্ণ জৈব পদ্ধতিতে এগুলি চাষ করেছেন তাই লোকজন অনেক বেশি আগ্রহ নিয়ে ফল ক্রয় করছে বলে জানা যায়।
এটি মার্চ মাস পর্যন্ত গাছগুলি থেকে নিয়মিতভাবে ফল সংগ্রহ করা যাবে। এরপর যদি গাছে বাড়তি যত্ন এবং উপরে ছায়া দেওয়ার জন্য শেড তৈরি করে দেওয়া হয় তবে আর কিছু দিন ফল ধরবে। এই ফলগুলো বিক্রির জন্য তিনি কিছু পন্থা অবলম্বন করেন, তার বাগানের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে দিয়েছিলেন। এই ছবিগুলো দেখেই ক্রেতারা তার সঙ্গে যোগাযোগ করছেন।
তিনি জানান লালমনিরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যদি এগিয়ে আসে তাহলে এর চাহিদা আরো বৃদ্ধি করতে সক্ষম হবো ইনশাআল্লাহ।