আবুল কাশেম আযাদ,স্টাফ রিপোর্টার :
চট্রগ্রাম সাতকানিয়া উপজেলা কেরানীহাটে হকারদের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
বুধবার (০৬) মার্চ সাতকানিয়া কেরানিহাটে সকাল ১০ ঘটিকা হতে বিকাল ৪ ঘটিকা পর্যন্ত সাতকানিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জনাব আরাফাত সিদ্দিকীর নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে কেরানিহাট গরু বাজার থেকে সাতকানিয়া রাস্তারমাথা মডেল মসজিদ পর্যন্ত এলাকায় চট্টগ্রাম কক্সবাজার মহসড়কের পাশ্ববর্তী প্রায় ৩ কি.মি জায়গার মধ্যে ছোট বড় স্থায়ী-অস্থায়ী প্রায় ৩০০ শতাধিক অবৈধ স্থাপনা, দোকান, বিলবোর্ড, ইত্যাদি অপসারণ করা হয়। এছাড়া বিভিন্ন যানবাহনের অবৈধ স্ট্যান্ড সরিয়ে দেওয়া হয়।
উচ্ছেদকালীন সময়ে মহাসড়কে অবৈধ পার্কিং এর অপরাধে এক প্রাইভেট কার চালককে সড়ক পরিবহন আইন, ২০১৮ এর আওতায় ২০০০/- জরিমানা করা হয়।
উচ্ছেদ অভিযানের বিষয়ে সাতকানিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী জানান, ধারাবাহিকভাবে উচ্ছেদ অভিযান চলমান থাকবে এবং কেরানিহাটকে দখলমুক্ত ও যানজট মুক্ত রাখার জন্য সকল অংশীজনের সহযোগিতায় সব ধরণের পদেক্ষেপ নেওয়া হবে।
উচ্ছেদ পরিচালনা অভিযানে সহযোগিতা করেন সাতকানিয়া থানা পুলিশ, হাইওয়ে পুলিশ, ট্র্যাফিক পুলিশ, সাতকানিয়া ভূমি অফিসের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, কেরানীহাট প্রগতিশীল ব্যবসায়ী সমিতির সভাপতি মাষ্টার জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক সাংবাদিক মন্জুরআলম ও সমিতির অন্যান্য সদস্যসহ বিভিন্ন শ্রেণি পেশার ব্যক্তিবর্গ।