দয়াল কৃষ্ণ সানা, বিশেষ প্রতিনিধি,খুলনা।
পাইকগাছায় শিশু সন্তান সহ জুঁই মন্ডল(২২) নামে এক গৃহবধূ নিখোঁজ রয়েছে। পাইকগাছা উপজেলার লস্কর ইউনিয়নের উত্তর খড়িয়ার বাড়ি থেকে গত বুধবার সকালে কাউকে কিছু না জানিয়ে জুঁই মন্ডল(২২) নামের ঐ গৃহবধূ ১০(দশ )মাসের শিশু সন্তান সুধান্যক সঙ্গে নিয়ে নিখোঁজ রয়েছে।
গৃহবধূ জুঁই মন্ডল (২২) উচ্চতা: ৪ ফুট ১০ ইঞ্চি । গায়ের রং:শ্যামলা পরিস্কার। শিশু সন্তান সুধান্য মন্ডল (১০)মাস ।
ঠিকানা : গ্রাম:উত্তর খড়িয়া, ইউনিয়ন : লস্কর , উপজেলা:পাইকগাছা,জেলা: খুলনা ।
যদি কেউ দেখে থাকেন নিচের ঠিকানায় যোগাযোগ করার জন্য অনুরোধ রইল।
যোগাযোগ:০১৯৩২ ৬৩৭৫৩৮.