মোঃ হোসেন, ভোলা সদর প্রতিনিধি:
ভোলায় জেলা পুলিশ ভোলার আয়োজনে দক্ষিণ আইচা থানা প্রাঙ্গণে আগামী ০৯ মার্চ ২০২৪ খ্রিঃ ভোলা জেলার দক্ষিণ আইচা থানাধীন ৯ নং চরমানিকা ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচন উপলক্ষে আইন শৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা প্রদানে নিয়োজিত পুলিশ সদস্যদের ব্রিফিং প্রদান করেন মোঃ মাহিদুজ্জামান বিপিএম,পুলিশ সুপার, ভোলা।
অদ্য ৮ মার্চ (শুক্রবার) ব্রিফিং প্যারেডে পুলিশ সুপার নির্বাচন উপলক্ষে দায়িত্ব প্রাপ্ত সকল পুলিশ সদস্যদের অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের জন্য পেশা-দারিত্বের সহিত দায়িত্ব পালনে নির্দেশনা ও পরামর্শ প্রদান করেন এবং নির্বাচন ডিউটিতে নিয়োজিত (কেন্দ্র, মোবাইল, স্ট্রাইকিং, স্ট্যান্ডবাই) সকল অফিসার/ফোর্সগণকে প্রয়োজনীয় মূল্যবান দিক নির্দেশনা প্রদান’সহ করণীয়-বর্জনীয় সম্পর্কে বিস্তারিত আলোক পাত করেন।
পুলিশ সুপার বলেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে জেলা পুলিশের গোয়ন্দা শাখা এবং জেলা বিশেষ শাখার গোয়েন্দা নজরদারী অব্যহত রয়েছে। এ ছাড়াও বিশেষ কোন পরিস্থিতিকে তড়িৎ নিয়ন্ত্রণে আনতে পুলিশের মোবাইল টিম ও স্ট্রাইকিং ফোর্স সার্বক্ষণিক প্রস্তুত থাকবে বলেও জানান।
জনগনের জানমাল রক্ষায় ও আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যে কোন ধরণের নাশকতা ও বিশৃঙ্খলা ঠেকাতে জেলা পুলিশ কঠোর অবস্থান গ্রহণ করবে। দক্ষিণ আইচা বাসীকে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দিতে ভোলা জেলা পুলিশ অঙ্গীকারবদ্ধ। পুলিশ সুপার জন সাধারণ-কে নির্ভয়ে ভোট কেন্দ্রে গিয়ে ভোট প্রদানের অনুরোধ জানান।
ব্রিফিং প্যারেডে অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল) মোঃ বাবুল আখতার, সহকারী পুলিশ সুপার (চরফ্যাশন সার্কেল) মোঃ মেহেদী হাসান, অফিসার ইনচার্জ দক্ষিণ আইচা থানাসহ নির্বাচন উপলক্ষে আইন শৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা প্রদানে নিয়োজিত পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।