দয়াল কৃষ্ণ সানা, বিশেষ রিপোর্টার, খুলনা।
পাইকগাছার পারিশামারী দক্ষিণ পাড়া মন্ডল বাড়ির শিবচতুর্দশী ও কালী পূজার প্যান্ডেল পরিদর্শন করেছেন খুলনা- ৬ (পাইকগাছা-কয়রা) আসনের সংসদ সদস্য মোঃ রশীদুজ্জামান মোড়ল।
শুক্রবার সন্ধ্যায় উপজেলার সোলাদানা ইউনিয়নের পারিশামারী গ্রামস্থ দক্ষিণ পাড়ার মন্ডলবাড়ী শিব চতুর্দশী ও কালী পূজার প্যান্ডেল পরিদর্শনকালে সংসদ সদস্য মো: রশীদুজ্জামান মোড়লের সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপু, সোলাদানা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল মান্নান গাজী , উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী, অধ্যক্ষ শিমুল বিল্লাহ বাপ্পি, প্রভাষক আব্দুল ওহাব বাবলু, সাইদুর রহমান উজ্জ্বল, আওয়ামী লীগ নেতা মোজাম সানা সহ দলীয় বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা ।
সুভাষ মন্ডল ও বিমল মন্ডল এর সার্বিক আয়োজনে ও গ্রামবাসীর সহযোগিতায় দীর্ঘদিন ধরে উক্ত পূজা অনুষ্ঠিত হচ্ছে বলে জানা গেছে।