ওয়াসিম শেখ স্টাফ রিপোর্টার:
শনিবার (৯ই মার্চ ২০২৪) র্যাব-১২ এর প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় র্যাব-১২ সিরাজগঞ্জ এর একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারেন যে, ঠাকুরগাঁও হতে ০২টি মোটর সাইকেলযোগে ০৩ জন ব্যক্তি নেশাজাতীয় মাদকদ্রব্য ফেন্সিডিল বহন করে সিরাজগঞ্জের দিকে আসছে। উক্ত সংবাদ প্রাপ্ত হয়ে গত ০৮ মার্চ ২০২৪ খ্রি. ১৭.২৫ ঘটিকায় “সিরাজগঞ্জ জেলার বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানাধীন সয়দাবাদ মোড়ের সামনে বগুড়া টু ঢাকাগামী মহাসড়কের উপর” একটি অস্থায়ী চেকপোষ্ট স্থাপন করা হয়। চেকপোষ্ট চলাকালিন উপরোক্ত স্থানে গত ০৮ মার্চ ২০২৪ খ্রি. ১৭.৫০ ঘটিকায় ০২টি মোটর সাইকেল আসতে দেখে থামানোর সংকেত দেওয়া হয়। মটর সাইকেল দুটি ¯স্লো হওয়ার সাথে সাথে একজন আসামী সোহেল রানা ওরফে সাব্বির (২৭), পিতা-মৃত ইয়াকুব আলী, সাং-গটিয়া মেছড়া পূর্বপাড়, থানা-সিরাজগঞ্জ সদর, জেলা-সিরাজগঞ্জ মটর সাইকেল থেকে লাফ দিয়ে দৌড়ে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে আসামি ১। মোঃ শরিফুল ইসলাম @ জুয়েল মাহমুদ (২৭), পিতা-মোঃ শহিদুল্লাহ, সাং-রামাইল (আব্দুস সালামের বাড়ির পশ্চিম পাশে), ২। মোঃ আবু হানিফ @ রুবেল (২৯), পিতা-মোঃ আঃ কাদের, সাং-গোবিন্দপুর টেঘরী, উভয়ের থানা-ভূঞাপুর, জেলা-টাঙ্গাইলদ্বয়কে আটক করা হয়। ধৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে মাদক আইনে একাধিক মামলা রয়েছে।