এম হোছাইন আলী (কুতুবদিয়া প্রতিনিধি)।
কক্সবাজারের কুতুবদিয়ায় ১নং উত্তর ধূরুং ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ডে সাধারণ সদস্য পদের উপনির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। এ নির্বাচনে মোট ৫জন প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন। এতে প্রতিদ্বন্দ্বী চার প্রার্থীকে হারিয়ে বিপুল ভোটের ব্যবধানে সাধারণ সদস্য (মেম্বার) পদে বেসরকারিভাবে নির্বাচিত হন জসিম উদ্দীন। তিনি তালা প্রতীকে পেয়েছেন ১০৫৬ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বোরহান উদ্দিন (টিউবওয়েল) প্রতীক নিয়ে পেয়েছেন ৬৩৮ ভোট। তাছাড়া ফুটবল প্রতীক নিয়ে ইমতিয়াজ উদ্দিন পেয়েছেন ০৮ ভোট। মোছাম্মৎ নার্গিস সোলতানার (মোরগ) প্রতীক ও শাহাব উদ্দিনর (ঘড়ি) প্রতীকে কোন ভোট পড়েনি। ওই ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ২৫৬১ জন। ভোটারেরা মোট ভোটাধিকার প্রয়োগ করেছেন ১৭১৬ জন।যার মধ্যে বৈধ ভোটার ১৭০২ ও বাতিল ভোটের সংখ্যা ১৪টি।
এর আগে ১ নং উত্তর ধূরুং ইউনিয়নের তেলিয়াকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে ৯ মার্চ ২০২৪ ইংরেজি শনিবার সকাল ৮টা থেকে শুরু করিলে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণের মধ্যদিয়ে এ নির্বাচন সম্পন্ন হয়।নির্বাচনে কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।এ নির্বাচনে সার্বক্ষণিক আইনশৃঙ্খলার দায়িত্বে ছিলেন একজন প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট বিপুল সংখ্যক পুলিশ ও আনসার সদস্যরা। উক্ত নির্বাচনে প্রিসাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম।
ভোট গ্রহণ শেষে বিকাল সাড়ে ৫টায় দিকে উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তা মোঃ নুরুল ইসলাম নির্বাচনী ফলাফল ঘোষণা করেন।
উল্লেখ্য উত্তর ধূরুং ইউনিয়ন পরিষদের এই ওয়ার্ডে দুই বারের নির্বাচিত সদস্য নুরুল হক মৃত্যু বরণ করিলে ওয়ার্ডটি শুন্য ঘোষনা করেছিল নির্বাচন কমিশন।