বিশেষ প্রতনিধি: নেত্রকোণায় ইউনিয়ন পরিষদের উপনির্বাচনে নাতির কোলে চড়ে পছন্দের চেয়ারম্যান প্রার্থীকে ভোট দিলেন শতবর্ষী তারাবানু। শনিবার (৯ মার্চ) সদর উপজেলার সিংহের বাংলা ইউনিয়নের ২১নং ময়মনসিংহ রুহী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নাতি মোঃ হারেছ মিয়ার কোলে চড়ে ভোট দিতে আসেন তারাবানু।
যদিও জাতীয় পরিচয়পত্র অনুযায়ী তার জন্ম সাল ১৯৩২। আগের দিনে বয়স তেমন হিসাব করা হয় না। কিন্তু স্বজনরা জানান, শত বছরের ওপরে হবে বয়স। কেন্দ্রটিতে আরও কয়েকজন বৃদ্ধ মানুষ ভোট দিলেও সবচেয়ে বয়স্ক ভোটার তিনি। ঠিকমত চোখেও দেখেন না। নাতিরাই নিয়ে এসে উনার ইচ্ছেমতো ভোট দিয়েছেন। অন্যের সহযোগিতায় খুব খুশি মনে ভোট দিয়ে আবারও নাতির কোলে চড়ে বাড়ি ফিরে যান তারাবানু। তার এক ছেলে দুই মেয়ে। বৃদ্ধা তারাবানু ভোট দিয়ে খুশি প্রকাশ করে বলেন, এই বয়সে অনেকবার এই কেন্দ্রে এসে ভোট দিয়েছি। আরেকবার ভোট দিতে পারব কিনা জানি না। অনেকেই বাড়িতে গিয়ে ভোট চেয়েছে। তাই নাতি কোলে করে নিয়ে এসেছে; ভোট দিলাম। এ দিকে তার নাতি মো. হারেছ মিয়া জানান, দাদির ইচ্ছা পূরণে ভোট দিতে নিয়ে আসেন তিনি। আগামীতেও ভোট দিতে চান তিনি। ভোট দিলে খুশি হন, তাই তারা কষ্ট হলেও দাদিকে নিয়ে আসেন। উল্লেখ্য, ২১নং ময়মনসিংহ রুহী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ২৩৭৫ জন।