ফয়সাল রহমান জনি গাইবান্ধা বিশেষ প্রতিনিধি।
জাতীয় দূর্যোগ প্রস’তি দিবস উপলক্ষে দূর্যোগ ব্যবস্থপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং জেলা প্রশাসনের উদ্যোগে রোববার গাইবান্ধায় বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। দিবসটি উপলড়্গে প্রতিপাদ্য বিষয় ছিল ‘ দুর্যোগ প্রস্তুতি লড়বো, স্মার্ট সোনার বাংলা গড়বো’।
কর্মসূচির অংশ হিসেবে সকালে স’ানীয় ইসলামিয়া হাইস্কুল মাঠ থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়। পরে বিদ্যালয় চত্বরে সহকারি কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মো. জুয়েল মিয়ার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস’াপনা) সুশানত্ম কুমার মাহাতো। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন ফায়ার সার্ভিসের উপ-সহকারি কর্মকর্তা মো. জাকির হোসেন, এনজিও প্রতিনিধি রিয়াজুল ইসলাম, আশরাফুল আলম প্রমুখ। শেষে ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠে ফায়ার সার্ভিসের পরিচালনায় ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক এক মহড়া ফায়ার সার্ভিসের কর্মীরা প্রদর্শন করেন।