জাতীয় দৈনিক বিকাল বার্তা স্টাফ রিপোর্টার আমিনুল ইসলাম মানিক :
বাহুবল/হবিগঞ্জের বাহুবলে আর্থিক সাক্ষরতা কর্মসূচি ২০২৪ এর স্কুল ব্যাংকিং উপলক্ষে সেমিনারের আয়োজন করা হয়েছে। আজ রবিবার, দুপুর ১২টার দিকে উপজেলার মিরপুর সানশাইন মডেল হাই স্কুলে প্রতিষ্ঠাতা পরিচালক ও সভাপতি এম শামসুদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, যমুনা ব্যাংকের ব্যাংকিং অপারেশন ডিভিশন আব্দুস সোবহান, বিশেষ অতিথি হিসেবে সিলেট ব্রাঞ্চের ম্যানেজার সামছুল আলম চৌধুরী, শ্রীমঙ্গলের ব্রাঞ্চের ম্যানেজার শুভাশীষ দাশ, মৌলভীবাজারের ম্যানেজার জহুরুল ইসলাম, বিয়ানীবাজারের ম্যানেজার মোশাররফ হোসেন প্রমুখ।