সোহেল রানা পাইকগাছা প্রতিনিধি: পবিত্র মাহে রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর মূল্য নিয়ন্ত্রণসহ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখার জন্য উপজেলার পাইকগাছা পৌরসদরের কাঁচাবাজার মনিটরিং করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যজিস্ট্রেট মোহাম্মদ আল-আমীন ও পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যজিস্ট্রেট বলেন, ব্যবসায়ীদের প্রাথমিকভাবে সতর্ক করা হয়। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।