স্টাফ রিপোর্টারঃ- মোঃ গোলাম মোরশেদ:
পাঁচবিবি-ডুগডুগী সড়কের রশিদপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত ১ জন আহত হয়েছে ১ জন। এই নিয়ে রশিদপুর এলাকায় গত এক বছরে সড়ক দুর্ঘটনায় ৫/৬ জন নিহত আহত হয়েছে প্রায় ২০/২৫ জন। বৃহস্পতিবার সন্ধা ৬টা ৩০ মিনিটের দিকে রশিদপুর বাজার হতে বাড়ির দিকে আসার পথে ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পরে ঘটনাস্থলে শ্রীঃ রত্না লাকড়া (৫০) নামক ব্যক্তি নিহত হন। এবং ভ্যান চালক শ্রীঃ জিতেন (৫৫) নামক ব্যক্তি আহত হয়। নিহত শ্রীঃ রত্না লাকড়া বারকান্দ্রী আদিবাসীপাড়ার মৃত্যু শ্রীঃ নিকু লাকড়ার ছেলে। আহত শ্রীঃ জিতেন লাকড়া একাই গ্রামের মৃত্যু শ্রীঃ বিশ্বনাথের ছেলে।