দয়াল কৃষ্ণ সানা, বিশেষ প্রতিনিধি, খুলনা।
আগামীকাল ১৬ই মার্চ, ২০২৪ রোজ শনিবার কয়রা উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বর্ধিতসভা’ র আয়োজন করা হয়েছে। উক্ত বর্ধিতসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খুলনা -৬(পাইকগাছা- কয়রা) থেকে নির্বাচিত সংসদ সদস্য জননেতা মোঃ রশিদুজ্জামান মোড়ল, সভাপতিত্ব করবেন কয়রা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সদস্য খুলনা জেলা আওয়ামী লীগ জনাব জি এম মোহসিন রেজা এবং সঞ্চালনা করবেন কয়রা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবু নিশিত রঞ্জন মিস্ত্রি।
স্থান:কয়রা সরকারি মহিলা কলেজ, কয়রা, খুলনা।