পাইকগাছা প্রতিনিধি সোহেল রানা :
পাইকগাছায় শিবসা নদীর চরে ।কুমিরের দেখা মিললো।৷ এক সময় ঐতিহ্যবাহী নদী যার নাম শিবসা নদী, নদীর ঢেউ আছড়ে পড়তো দুই পাশে নদীতে চলাচল করত লঞ্চ কার গো ডিঙ্গি নৌকা মানুষের চলাচলের সহজ মাধ্যম ছিল এই শিবসা নদী আজ হারিয়ে গিয়েছে শিবসা নদী, সেই ঐতিহ্য নদীতে আর চলে না লঞ্চ স্টিমার টলার নদীটি শুকিয়ে গিয়েছে কিন্তু হঠাৎ করে দেখা মিলল একটি কুমিরের জনসাধারণের ভয় এই কুমিরকে ঘিরে