এস এম রিমন হোসেন, বিশেষ প্রতিনিধি:
আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৪ ( আটঘরিয়া-ঈশ্বরদী) আসনে জাতীয় পার্টির প্রার্থী রেজাউল করিম খোকন কে সংবর্ধনা দিয়েছে দলীয় নেতাকর্মীরা।
মঙ্গলবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় আটঘরিয়া উপজেলার একদন্ত বাজার সংলগ্ন জাতীয় পার্টির কার্যালয়ে এ সংবর্ধনা আয়োজন করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য সুমাইয়া সুলতানা হ্যাপি, জাতীয় পার্টি পাবনা জেলা কমিটির দপ্তর সম্পাদক ও পল্লী বন্ধু এরশাদ আদর্শ অনুসারী কেন্দ্রীয় পরিষদের প্রতিষ্ঠাতা আহবায়ক রাগিব আহসান রেজভী, পাবনা জেলা কমিটির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন রুমি, জেলা কমিটির সদস্য মাহবুব মোর্শেদ খান জেম, জেলা কমিটির সদস্য রেজাউল করিম দুখু, জাতীয় রেল শ্রমিক পার্টির কার্যকরী সভাপতি খলিলুর রহমান সরদার, পাবনা জেলা জাতীয় ছাত্র সমাজের সদস্য সচিব সাজ্জাদ হোসেন সহ অন্যান্যরা।
রেজাউল করিম পাবনা জেলা জাতীয় পার্টির সহ সভাপতি ও আটঘরিয়া উপজেলা জাতীয় পার্টির সভাপতি। তিনি আটঘরিয়া উপজেলার গোবিন্দপুর গ্রামের মজিদ খাঁনের ছেলে। সোমবার সন্ধ্যায় এই আসনটিতে জাতীয় পার্টির প্রার্থী রেজাউল করিমের নাম ঘোষনা করেন দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু।