1. jhramjan88385@gmail.com : bbarta :
  2. muhammadalomgir350@gmail.com : Muhammad Aaomgir : Muhammad Aaomgir
  3. abrahim111099@gmail.com : Bikal Barta :
বাঙালির স্বপ্নদ্রষ্টা বঙ্গবন্ধু প্রেরণার উৎস। - Bikal barta
৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ| ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ| শীতকাল| শুক্রবার| সন্ধ্যা ৬:২২|
সংবাদ শিরোনামঃ
খালেদা জিয়ার ৮ মামলা বাতিলের রায় প্রকাশ বছরের শেষ দিকে নির্বাচন হতে পারে: প্রধান উপদেষ্টা স্যার’ না বলায় ক্ষেপে গেলেন সুনামগঞ্জের এসপি সারীঘাট উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন  পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত করতে আপন ছোট ভাইদের সাথে মিথ্যা পাঁইতারা করছে আপন বড় ভাইয়েরা ভাঙ্গায় এক শিশুর পানিতে ডুবে মৃত্যু  খুলনা জেলা যুবদলের আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণায় কয়রায় আনন্দ মিছিল ও আলোচনা সভা।  শেরপুরে ১২০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ১ নেত্রকোণায় ৯ জুয়ারিকে আটক করেছে ডিবি পুলিশ নেত্রকোণা জেলা পুলিশের মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ সভা ও মাসিক অপরাধ পর্যলোচনা সভা।

বাঙালির স্বপ্নদ্রষ্টা বঙ্গবন্ধু প্রেরণার উৎস।

রিপোর্টারের নাম
  • প্রকাশিত সময় শনিবার, মার্চ ১৬, ২০২৪,
  • 93 জন দেখেছেন

 

এডভোকেট ইউসুফ আরমান:

বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি সগৌরবে সম্মোহনিতার আসনে সমসীন। যুগে যুগে কোন না কোন ব্যক্তির মোহনী শক্তির প্রকাশ পায়। আর এসব ব্যক্তির আঙ্গুলের ইশারায় পৃথিবীর বুকে মহা বিপ্লব সংঘটিত হয়। ফলে গোটা মানবজাতির মুক্তি আসে। কাজেই ব্যক্তিত্ব ও নেতৃত্বের সর্বোচ্চের গুণাবলির সম্বনিতরূপে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
জন্ম পরিচয়: ১৯২০ সালের ১৭ মার্চ রাত ৮ টায় গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া গ্রামে জন্ম গ্রহণ করেন। পিতার নাম : শেখ লুৎফর রহমান মাতার নাম : শায়েরা খাতুন, দুই ভাই ও চার বোনের মধ্যে সে পিতা-মাতার তৃতীয় সন্তান।
শিক্ষা জীবন: ১৯২৭সালে ৭ বছর বয়সে গিমাডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ে জাতির জনকের প্রাতিষ্ঠানিক ছাত্রজীবনের সূচনা হয়। ১৯২৯ বঙ্গবন্ধুকে গোপালগঞ্জ সীতানাথ একাডেমীর (বা পাবলিক স্কুলে) তৃতীয় শ্রেনীতে ভর্তি করা হয়। ১৯৩৪ মাদারীপুরে ইসলামিয়া হাইস্কুলে পড়ার সময় বঙ্গবন্ধু বেরীবেরি রোগে আক্রান্ত হন। ১৯৩৭ অসুস্থতার কারণে বঙ্গবন্ধুর লেখাপড়া বন্ধ ছিলো, আবার তা শুরু হয়। ১৯৪২ অসুস্থতার কারণে একটু বেশী বছর বয়সে বঙ্গবন্ধু এন্ট্রাস (প্রবেশিকা) পরীক্ষায় উত্তীর্ণ হন। এই বছরেই কলকাতা ইসলামিয়া কলেজে ভর্তি হন। এই কলেজের বেকার হোষ্টেলের ২৪নম্বর কক্ষে তিনি থাকতে শুরু করেন। ১৯৪৭ সালে কোলকাতা থেকে বি. এ পাশ করে।
বঙ্গবন্ধুর প্রথম কারাবরণঃ- ১৬ জানুয়ারী ১৯৩৮সালে বাংলার প্রধামন্ত্রী শেরে বাংলা একে ফজলুল হক গোপালগঞ্জ মিশন স্কুল পরিদর্শনে এলে বঙ্গবন্ধুর সঙ্গে তার পরিচয় হয়। ১৯৩৯ সালে  সরকারী নিষেধাজ্ঞা উপেক্ষা করে স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে একটি প্রতিবাদ সভা করার দু:সাহসের কারণে বঙ্গবন্ধু প্রথম কারাবরণ করেন।
রাজনৈতিক জীবনের সংক্ষিপ্ত পরিচয়ঃ-
বঙ্গবন্ধু উপাধি লাভ : ১৯৬৯ সালের ২৩ ফেব্রুয়ারি মাসে। ১৯৩৯ সালে ৮ম শ্রেণীতে পড়াকালে প্রথম ৭ দিনের কারাবাস। ১৯৪০ সালে গোপালগঞ্জ মহকুমা মুসলিম লীগের ডিফেন্স কমিটির সেক্রেটারী নির্বাচিত। ১৯৪৪ সালে ফরিদপুর ডিস্ট্রিক্ট এসোসিয়েশনের সেক্রেটারী নির্বাচিত। ১৯৪৬ সালে কোলকাতা ইসলামিয়া কলেজের সাধারণ সম্পাদক নির্বাচিত। ১৯৪৮ মুসলিম ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সদস্য। ১৯৪৮ মাওলানা ভাসানীর সাথে ভুখা মিছিলে নেৃতত্বদান ও কারাবরন। ৩ জুন আওয়ামী মুসলিম লীগের জন্ম। জেলে থেকেই সহ-সম্পাদক নির্বাচিত। ১৯৫২ সালে প্রাদেশিক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত। ১৯৫৫ সালে প্রাদেশিক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত। ১৯৫৫ সালে পাকিস্তান জাতীয় পরিষদ সদস্য নির্বাচিত। ১৯৬৬ আওয়ামী লীগের সভাপতি পদে নির্বাচিত। ১৯৬৮ আগরতলা ষড়যন্ত্র মামলায় গ্রেফতার। ১৯৭০ জাতীয় পরিষদ নির্বাচনে অংশগ্রহণ। ১৯৭২ সালের ১০ জানুয়ারি স্বদেশ প্রত্যাবর্তন। ১৯৭২ সালের ২৪ জানুযারি-১৯৭৫ ২৫ জানুয়ারি পর্যন্ত বাংলাদেশের প্রধানমন্ত্রী। ১৯৭৫ সালের ২৫ জানুয়ারি থেকে ১৫ আগস্ট পর্যন্ত রাষ্ট্রপতি ১৯৭৫ সালের ১৫ আগস্ট স্বপরিবারে নিহত।
বঙ্গবন্ধু শেখ মুজিব সম্পর্কেঃ– লেখায়, ভাষণে ও সেমিনারে একটি কথা বারবার উঠে আসে, ‘বাংলাদেশ ও বঙ্গবন্ধু অবিচ্ছেদ্য’। বক্তারা যখন বলেন ‘এ নেতার জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হতো না,’ তখন মনে হতে পারে এ উক্তি অতিশয়োক্তি। প্রকৃতপক্ষে স্বাধীন বাংলাদেশ অর্জনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান ঐতিহাসিক সত্য। আবার যখন বলা বা লেখা হয় ‘সর্বযুগের সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ বাঙালি শেখ মুজিবুর রহমান…’ তখন সর্বকালের বাংলাদেশের ইতিহাস সম্পর্কে একটা ধারণা পাওয়া প্রয়োজন।
বাংলার হাজার বছরের ইতিহাসঃ- যুগ যুগ ধরে পরিচালিত মুক্তিসংগ্রাম, রাজনৈতিক কর্মকান্ড, বিভিন্ন নেতার দর্শন শেখ মুজিবের রাজনৈতিক জীবন ও চিন্তা-ভাবনাকে প্রভাবিত করেছেন। তাহলে বাংলার হাজার বছরের ইতিহাসে তার স্থান নির্ণয় দুঃসাধ্য হয়ে পড়ে। একইভাবে বঙ্গবন্ধুকে যদি স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাসের মধ্যে সীমাবদ্ধ রাখা হয়। এ বিবর্তনের সঙ্গে বাঙালি ও বাংলাদেশের ইতিহাস অঙ্গাঙ্গিভাবে জড়িত।
বঙ্গবন্ধু নিজের জীবনের ঝুঁকিঃ- বাঙালির স্বার্থ বিসর্জন দিয়ে তিনি ক্ষমতায় যেতে চাননি। তিনি বারবার বলেছেন, এ দেশের মানুষের মুক্তির জন্য তিনি সংগ্রাম করছেন, ক্ষমতায় যাওয়ার জন্য নয়। কীভাবে বঙ্গবন্ধু নিজের জীবনের ঝুঁকি নিয়ে মৃত্যুর মুখোমুখি হয়েও বাঙালির মুক্তি সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন, কীভাবে বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ করেছেন পাকিস্তান প্রতিষ্ঠার পর দীর্ঘ ২৩ বছর আন্দোলন ও সংগ্রামে; সে ইতিহাসই হলো বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবনের ইতিহাস। ১৯৪৭ সালে ভারত বিভাগ হয় এবং তাতে বাংলাদেশও বিভক্ত হয়ে আজকের বাংলাদেশ বা পূর্ববঙ্গ প্রদেশ হিসেবে পাকিস্তানের অন্তর্ভুক্ত হয়।
যবনিকাঃ- বিংশ শতাব্দীর নিষ্ঠুরতম ট্র্যাজেডির মহানায়ক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদাতবার্ষিকীতেই বঙ্গবন্ধুর নামে ইতিহাসে নতুন অধ্যায় সৃষ্টি হয়েছে। বঙ্গবন্ধু মৃত্যুঞ্জয় হয়ে আছেন বাংলাদেশের মানুষের ভালবাসায়। কোনো কূটকৌশল বাংলাদেশের ইতিহাস থেকে বঙ্গবন্ধুর নাম মুছে ফেলতে পারবে না, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে বঙ্গবন্ধুর অবদান চিরকাল স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তাই শতাব্দীর পর শতাব্দী বঙ্গবন্ধু বেঁচে থাকবেন বাঙালির প্রেরণার উৎস হয়ে।

লেখকঃ- এডভোকে ইউসুফ আরমান, দায়রা জজ আদালত, কক্সবাজার, কলামিস্ট ও সাহিত্যিক, ফাজিল, কামিল, বি.এ অনার্স, এম.এ, এলএল.বি।

আপনার সামাজিক মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও সংবাদ পড়ুন
© All rights reserved © 2024 bikal barta
error: Content is protected !!