মোঃ গোলাম মোরশেদ
স্টাফ রিপোর্টার:
আজ ১৭ই মার্চ বঙ্গবন্ধুর জন্মদিন
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯২০ সালের ১৭ই মার্চ গোপালগঞ্জের টুঙ্গীপাড়া জন্মগ্রহণ করেন। আজ বঙ্গবন্ধুর ১০৪ তম জন্মবার্ষিকী। তাই এই দিন উপলক্ষে বাংলাদেশের প্রতিটি সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে বিভিন্ন আয়োজনের মাধ্যমে তাকে শুভেচ্ছা জানানো হবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাবার নাম শেখ লুৎফর রহমান। অন্যদিকে তার মায়ের নাম সায়েরা খাতুন। তিনি ছোটবেলা থেকেই নিজের প্রতি অনেক আত্মবিশ্বাসী ছিলেন। ১৯৭১ সালের বাংলাদেশের যুদ্ধের পটভূমি তিনি বিশেষ ভূমিকা রেখেছেন। তার এই অবদান বাঙালি কখনো ভুলবে না। জাতির পিতার কিছু কিছু কথা আমৃত্যু হয়ে থাকবে চিরকাল।
এই স্বাধীন দেশে মানুষ যখন পেট ভরে খেতে পাবে, পাবে মর্যাদাপূর্ণ জীবন তখনই শুধু এই লাখো শহীদের আত্মা তৃপ্তি পাবে।
দেশ থেকে সর্বপ্রকার অন্যায়, অবিচার ও শোষণ উচ্ছেদ করার জন্য দরকার হলে আমি আমার জীবন উৎসর্গ করব।
আমি যদি বাংলার মানুষের মুখে হাসি ফোটাতে না পারি, আমি যদি দেখি বাংলার মানুষ দুঃখী, আর যদি দেখি বাংলার মানুষ পেট ভরে খায় নাই, তাহলে আমি শান্তিতে মরতে পারব না।