সোহেল রানা পাইকগাছা প্রতিনিধি:
পাইকগাছা উপজেলার কপিলমুনি ইউনিয়ন সিপিপি এর উদ্যোগে জাতীয় দূর্যোগ প্রস্তূতি দিবস উপলক্ষ্যে র্র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ৷ কপিলমুনি সহচরী বিদ্যামন্দির প্রাঙ্গন হতে সিপিপি এর স্বেচ্ছাসেবকরা র্র্যালী নিয়ে কপিলমুনি বাজারের গুরত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় স্কুল মাঠ প্রাঙ্গনে এসে মিলিত হয় ৷
পরে কপিলমুনি ইউনিয়ন টিম লিডার রাজু আহমেদ এর সভাপতিত্বে ও মোঃ মোখলেছুর রহমান বাবলুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পাইকগাছা উপজেলা সিপিপি এর সভাপতি মোঃ আব্দুল্লাহ আল মামুন৷
এ সময় আরও উপস্থিত ছিলেন নারী ইউপি সদস্য সখিনা বেগম , রাজিয়া সুলতানা, কপিলমুনি ইউনিয়ন সিপিপি এর মহিলা টিম লিডার মজিদা খাতুন, ডেপুটি আল মামুন, ওয়ার্ড টিম লিডার দীনবন্ধু বাছাড়, মোঃ সাহেব আলী, ইয়াসির আরাফাত, আব্দূল লতিফ সান, রনি, মশিয়ার , সুফিয়া খাতুন তারক সহ ইউনিয়নের ৯ টি ওয়ার্ড হতে টিম লিডার ডেপুটি ও স্বেচ্ছাসেবকবৃন্দ৷