আরিফুল ইসলাম আরিফ,ময়মনসিংহের ভালুকা প্রতিনিধিঃ- ভালুকায় উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযথ মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপিত হয়েছে।১৭ই মার্চ সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় দিবসটি উদযাপনের কার্যক্রম।সকালে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আলীনুর খান,উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ,ভালুকা মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ,উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু,মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা রশিদ, ময়মনসিংহ পবিস-২ এর জেনারেল ম্যানেজার মোঃ আকমল হোসেন, বীর মুক্তিযোদ্ধা-সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। পরে স্থানীয় সংসদ সদস্য এম এ ওয়াহেদের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি খোকন হোসেন ঢালী ও ইফতেখার আহাম্মেদ সুজন।এসময় যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।এছাড়াও দিবসটি উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ দোয়া, এতিমখানা,হাসপাতাল,থানার হাজত খানায় বিশেষ খাবার বিতরণ,দোয়া মাহফিল সহ নানা ধরনের অনুষ্ঠানের মাধ্যমে উপজেলা প্রশাসন দিবসটি পালন করে ।