শেখ সাইদুল আলম সাজু, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের বীরগঞ্জে মাদক সেবনের দায়ে এক মাদক সেবিকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত ।
বীরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজ কুমার বিশ্বাস ভ্রাম্যমাণ আদালতে এ রায় প্রদান করেন। এসময় শতগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিয়ার রহমান মতি ও ইউপি সদস্য মোঃ একাব্বর আলী উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালতে দন্ডপ্রাপ্ত হলেন উপজেলার শতগ্রাম ইউনিয়নের রাংগালী পাড়া গ্রামের মৃত তফিজ উদ্দীনের ছেলে মোঃ এফাজ উদ্দীন(৩৮)। ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজ কুমার বিশ্বাস দৈনিক বিকাল বার্তার প্রতিনিধিকে জানান, নেশা জাতীয় দ্রব্য পান করে মাতলামী করার কারণে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮, ৩৬ এর ৫ ধারায় ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও সাত দিনের জেল তাকে এই শাস্তি প্রদান করা হয়েছে।
এব্যাপারে শতগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিয়ার রহমান মতির কাছে জানতে চাইলে তিনি বলেন, মাদকের বিরুদ্ধে উপজেলা নিবার্হী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) দুজনেই কঠোর অবস্থানে রয়েছেন এবং মাদক দ্রব্য নিয়ন্ত্রণে খুবই আত্নরিক ভাবে কাজ করে যাচ্ছেন। তিনি আরও বলেন, আমি আমার জায়গা হতে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, তবে মাদককে নির্মূল করতে হলে অভিবাবক ও সমাজের সকলের সচেতন হওয়া খুবই প্রয়োজন। চেয়ারম্যান আরও বলেন, সকলে সজাগ হলে ও তথ্য দিয়ে সহযোগিতা করলে সেই সাথে তাদের গডফাদার যারা রয়েছে তাদেরকে শাস্তির আওতায় আনতে পারলেই মাদক নিয়ন্ত্রণ করা অনেকটাই সহজ হবে ।