আব্দুস শহীদ শাকির
জকিগঞ্জ (সিলেট)
প্রতিনিধি।
বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রে শিশু শিল্পী হিসেবে অডিশন দিয়ে চূড়ান্ত ভাবে নিয়োগ পেলেন জকিগঞ্জ মেয়ে সুগুপ্তা মালাকার হৃদি।
সে জকিগঞ্জ উপজেলার ৩নং কাজলসার ইউনিয়নের চারিগ্রামে তার জন্ম।তার পিতা হিরন চন্দ্র মালাকার, তিনি একজন সফল ব্যবসায়ী। মা হেপী রাণী দাস,তিনি ইছামতী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করেন।
সে গান, নৃত্য, আবৃত্তি, চিত্রাঙ্কনেও সমান পারদর্শী।সে বাংলাদেশ টেলিভিশনের অডিশনে অংশ নিয়ে কৃতিত্বের সাক্ষর রেখেছে, সে বাংলাদেশ বেতার, সিলেট কেন্দ্রের শিশু-কিশোর ও তরুণদের কণ্ঠস্বর পরীক্ষা-২০২৪ কিশলয় অনুষ্ঠানের জন্য উত্তীর্ণ হয়েছেন। সুগুপ্তা মালাকার হৃদির এমন কৃতিত্বে তার শিক্ষাগুরু ফেঞ্চুগঞ্জ শিল্পকলা একাডেমির শ্রদ্ধেয় শিক্ষক সৌমিত্র দে (বাবলু) শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। সে আমাদের Ztv online গান গেয়ে সাড়া জাগিয়েছিল।
তার এমন কৃতিত্বের অভিনন্দন জানিয়েছেন জকিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব আফসানা তাসনীম মিতু ও রাইজিংসান কিল্ডার গার্টেনের সম্মানিত চেয়ারম্যান জনাব আব্দুল ফাত্তাহ সাহেব।
তার এমন কৃতিত্বে সাংস্কৃতিক আলোর দিশারীর প্রশিক্ষক দিপু হান্নান শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।