হারুন অর রশিদ
স্টাফ রিপোর্টার:
বগুড়ার শিবগঞ্জে ট্রাক চাপায় আবির মন্ডল (০৭) নামে এক স্কুল ছাত্র নিহত হয়েছে। সোমবার বেলা ১১ টার দিকে উপজেলার বানাইল সোনারপাড়া গ্রামে এঘটনা ঘটে।
নিহত আবির মন্ডল (০৭) উপজেলার রাঙামাটিয়া গ্রামের শাহিন শাহ এর ছেলে। সে স্থানীয় একটি কিন্ডারগার্টেন স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিলো।
স্থানীয়রা জানান, সোমবার বেলা ১১ টার দিকে বাড়ি থেকে বাই সাইকেল যোগে প্রাইভেট পড়তে যাচ্ছিলো আবির মন্ডল। পথিমধ্যে বানাইল সোনারপাড়া এলাকায় পৌঁছালে একটি ট্রাক পিছন থেকে তাঁকে চাপা দেয়৷ এতে চাকার সাথে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
এব্যাপারে শিবগঞ্জ থানার সাব-ইন্সপেক্টর রবিউল ইসলাম বলেন, ট্রাকের চাপায় শিশু নিহতের সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। কোন অভিযোগ না থাকায় শিশুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ট্রাকের চালক ও সহকারী পলাতক থাকায় তাঁদের আটক করা সম্ভব হয়নি।