হাফিজুল ইসলাম লস্কর, সিলেটঃ গোপন সংবাদের ভিত্তিতে শাহপরাণ (রহ.) থানা পুলিশ শাহপরাণ (রহ.) থানাধীন সৈয়দপুরস্থ অভিযান চালিয়ে মকসুদ মিয়ার ভাড়া বাসার নীচতলা থেকে ২হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারীকে আটক করেছে। আটককৃত মাদক কারবারীর নাম নজরুল ইসলামকে (৫৫)। সে জকিগঞ্জ উপজেলার আইয়র, মৌলভীরচক এলাকার মৃত আকদ্দছ আলীর পুত্র। সোমবার (১৮ মার্চ) দুপুরে তাকে মাদক মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ।
পুলিশ জানায়, নজরুল ইসলাম দীর্ঘদিন থেকে একটি মাদরাসা ভবনের নিচতলা ভড়া নিয়ে ইয়াবা ব্যবসা পরিচালনা করে আসছিল। তার কাছ থেকে উদ্ধারকৃত ২হাজার পিস ইয়াবার বাজার মূল্য ৬ লাখ টাকা। এসময় পুলিশ ইয়াবা বিক্রির ৭ হাজার ৪২০ টাকা, ১টি স্মার্ট ফোন ও ১টি নরমাল বার্টন ফোন উদ্ধার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, গ্রেফতারকৃত আসামীকে আদালতে প্রেরণ করা হয়েছে।