সোহেল রানা পাইকগাছা প্রতিনিধি:
সুইডেনের রাজকন্যা ভিক্টোরিয়া জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) শুভেচ্ছাদূত হিসেবে ১৮ থেকে ২১ মার্চ পর্যন্ত বাংলাদেশ অবস্থান করবেন। তার সফরের অংশ হিসেবে কয়রা উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়নের নোয়ানীতে আসছেন। ভিক্টোরিযার সাথে রয়েছেন আই,সি,টি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক সেখানে পৌছানোর পর খুলনা-৬ এর মাননীয় সংসদ সদস্য মোঃ রশীদুজ্জামান মোড়ল তাকে বরণ করেন।এবং নোয়ানী যজ্ঞ মন্দিরের মাঠে স্থাপিত রেইন ওয়াটার হার্ভেস্টিংয় পরিদর্শন ও উপকার ভোগীদের সাথে কথা বলবেন। মুলত সুপেয় পানির সংকট ও দুর্যোগ কবলিত মানুষের অবস্থা দেখতে কয়রায় সুইডেনের রাজকন্যার আগমন।