স্টাফ রিপোর্টার
মোঃআলমগীর হোসেন:
পাবনার ঈশ্বরদীতে বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা ২০২৪ অনুষ্ঠিত হয়েছে
আজ ১৯ মার্চ মঙ্গলবার ঈশ্বরদী সরকারি কলেজ প্রাঙ্গণে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরদী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর এস এম রবিউল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র কলেজের উপাধ্যক্ষ প্রফেসর হাফিজা খাতুন।
এছাড়াও আর উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান মোঃ হাবিবুর রহমান,
রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মোছাঃ তহমিনা শারমিন সহ অন্যান্য শিক্ষক বৃন্দ।
উল্লেখ্য যে, শিক্ষার্থীদের মধ্যে লুকিয়ে থাকা প্রতিভার খোঁজে দেশব্যাপী শুরু হয়েছে বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাউশি উদ্যোগে দেশের সব সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের নিম্নমাধ্যমিক থেকে উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের নিয়ে এ প্রতিযোগিতা শুরু হয়েছে।
মাউশি প্রকাশিত সূচি অনুযায়ী, ১৮ থেকে ১৯ মার্চ শিক্ষাপ্রতিষ্ঠান পর্যায়ে প্রতিযোগিতা হবে । এরপর ২৪ মার্চে হবে উপজেলা পর্যায়ের প্রতিযোগিতা, জেলা পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে ২৮ মার্চ। আর ২৭ মার্চ ঢাকা মহানগর পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
২১ এপ্রিল বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় বিজয়ীদের নিয়ে ৩০ এপ্রিল জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।