স্টাফ রিপোর্টারঃ- মোঃ গোলাম মোরশেদ:
জয়পুরহাটে হঠাৎ করেই বেড়েছে ডায়রিয়ার প্রকোপ। গড়ে প্রতিদিন শুধুমাত্র জেলা সদর হাসপাতালেই ভর্তি হচ্ছেন ৪০-৫০ জন রোগী।
এর মধ্যে বুধবার একদিনেই ১৩৪ জন ডায়রিয়ায় রোগি ভর্তি হয়েছে।
আক্রান্তের ৫০ শতাংশের বেশি শিশু। আসন সংকট থাকায় অনেকেই হাসপাতালের মেঝেতে নিচ্ছেন চিকিৎসা। ভর্তিকৃত রোগীদের বেশির ভাগই শিশু। এছাড়াও বয়স্ক রোগীদের সংখ্যাও বাড়ছে।
পরিবারে শিশুরা আক্রান্ত হওয়ার পরপরই বয়স্করাও আক্রান্ত হচ্ছে ডায়রিয়াতে। রোগীর চাপ সামাল দিতে হিমশিম অবস্থা নার্সদের। এমতাবস্থায়, খাবার আগে ও পরে হাত ধোঁয়ার পাশাপাশি বাহিরের খাবার না খাওয়ার এবং ডায়রিয়ার আক্রান্ত হওয়ার সাথে সাথে হাসপাতালে ভর্তি হবারও পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। এই বিষয় জানাতে চাইলে সাংবাদিকে হাসপাতালের তত্ত্বাবধায়ক রাসেদ সরদার জানান শুষ্ক মৌসুম,অস্বাস্থ্যকর খাবার রোজায় বাহিরের ইফতার এবং পৌরসভার পানির কারণে ডায়রিয়ার প্রকোপ বেড়ে যেতে পারে।