আব্দুস শহীদ শাকির
জকিগঞ্জ (সিলেট) থেকে।
জকিগঞ্জে পারিবারিক কলহের জেরে নিহত রুবেল আহমদ জুবেলের (৩৮) হত্যাকারী সাজুু আহমদ গ্রফতার।
বুধবার রাতে কুলাউড়া উপজেলা থেকে তথ্যপ্রযুক্তির সহায়তায় জকিগঞ্জ থানার ওসি (তদন্ত) সুকান্ত চৌধুরী ও মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই লিটন চন্দ্র রায় তাকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত সাজু জকিগঞ্জ পৌরসভার পূর্ব মাইজকান্দী গ্রামের ফুরু মিয়ার ছেলে। খুনী সাজুকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ জাবেদ মাসুদ।
উল্লেখ্য,গত শনিবার (১৭ মার্চ) রাত ৮টা ২০ মিনিটের সময় পারিবারিক কলহের জেরে গন্ধদত্ত গ্রামের হারিছ আলীর ছেলে রুবেল আহমদ জুবেল(৩৮) কে জকিগঞ্জ বাজারের পুরাতন লঞ্চঘাট রোডের রুহুল আমিন শায়েকের ধান-চালের দোকানে বাটাল দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়।
জকিগঞ্জে আলোচিত কয়েকটি হত্যাকান্ড সংঘটিত হওয়ার পর অনেক মানববন্ধন ও প্রতিবাদ সভা করার পরে-ও কোন আসামি গ্রেফতার না হওয়াতে জনেমনে যে আতঙ্ক বিরাজ করেছিলো রুবেল আহমদ জুবেলের হত্যাকরী গ্রেফতারে তা কিছুটা হলেও লাগব পেয়েছে!প্রশাসনের প্রতি সাধারণ মানুষের যে আস্থা হারিয়েছিল তা আবারও ফিরে এসেছে।
জকিগঞ্জের সাধারণ মানুষের দাবি রুবেল আহমদ জুবেলের হত্যাকারীর মত আলোচিত তান্নী ও মোশরাব হত্যার আসামিকে গ্রেফতার দেখতে চায়।