কালিগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই এমপির মৃত্যুতে আজ দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক এমপি সফিকুল ইসলাম অপু। সঞ্চালনা করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু।
সভায় আব্দুল হাই এমপির মৃত্যুতে আগামী ২৭ মার্চ বিকেল সাড়ে ০৩ টায় শোক ও দোয়া মাহফিল করার সর্বসম্মত সিদ্ধান্তঃ গৃহীত হয়। এছাড়া পরবর্তীতে কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে স্মরণ সভা করার সিদ্ধান্ত গৃহীত হয়। একই সাথে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আড়ম্বরপূর্ণভাবে যথাযথ মর্যাদায় উদযাপনের সিদ্ধান্ত হয়।
সকল আয়োজন দলীয় সকল নেতা কর্মীকে উপস্থিত থেকে সফল করার জন্য জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু আহবান জানিয়েছেন।