স্টাফ রিপোর্টার: নেত্রকোণা সদরে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে চার দোকান। বৃহস্পতিবার (২১ মার্চ) দিবাগত রাত সোয়া একটার দিকে সদর উপজেলার দক্ষিন বিশিউড়া বাজারে এ আগুন লাগার ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে আগুন নেভায়। এতে বাজারে থাকা মুদি দোকান ও গো—খাদ্যর দোকানসহ চারটি দোকান পুড়ে যায়।
শুক্রবার (২২ মার্চ) সকালে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানিয়া তাবাসসুম, মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকার্তা (ওসি) আবুল কালাম (পিপিএম) ও নেত্রকোণা সদর উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী শিল্পী ভট্ট্যাচার্য্য ঘটনাস্থল পরিদর্শন করেন। দক্ষিণ বিশিউড়া গ্রামের ক্ষতিগ্রস্ত এক ব্যবসায়ী বলেন, রাত ১টার দিকে দোকান বন্ধ করে বাসায় যাই। একটু পরেই খবর পাই দোকানে আগুন লেগেছে। ছুটে গিয়ে দেখি দাউদাউ করে আগুন জ্বলছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে দোকানের সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এতে ২০—২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকার্তা (ওসি) আবুল কালাম (পিপিএম) বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। ইউএনও তানিয়া তাবাসসুম বলেন, ক্ষতিগ্রস্তদের শুকনো খাবার দেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্তদের সহায়তার আবেদন করতে বলা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে সহায়তা দেওয়া হবে।