স্টাফ রিপোর্টার: নেত্রকোনা পৌরসভার ৩নং ওয়ার্ডের মঈনপুর মসজিদ সংলগ্ন আরসিসি রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।
৩ মার্চ ২০২৪ শনিবার প্রধান অতিথি হিসেবে নির্মাণ কাজের উদ্বোধন করে পৌর মেয়র ও জেলা আওয়ামীলীগের সহ সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম খান। উদ্বোধনকালে পৌর মেয়র বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম খান বলে, নেত্রকোণা পৌরসভাকে স্মার্ট পৌরসভায় পরিণত করা হবে। সেই লক্ষ্যে নগরবাসীর উন্নয়নে সেবার মান বৃদ্ধি করা হয়েছে। সড়ক প্রশস্তকরণ, ড্রেন, কালভার্ট নির্মাণসহ বৈদ্যুতিক ব্যবস্থার উন্নতিকল্পে নানান প্রকল্পের কাজ চলমান রয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে সকলকে কাজ করতে হবে। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ৩নং ওয়ার্ড কাউন্সিলর সেলিম রেজা সরল খান সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।