মোঃ হেলাল পালোয়ান কমলনগর লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষীপুরের কমলনগর উপজেলায় ২১য়ে মার্চ রোজ শুক্রবার রাত অনুমান- ১০ ঘটিকার সময় কমলনগর থানাধীন ৭নং হাজিরহাট ইউনিয়নের ৪নং ওয়ার্ডস্থ উপকূল সরকারি কলেজ গেইট এর সামনে লক্ষ্মীপুর টু রামগতি সড়কের পাশে একটি গাড়ি বা সিএনজি একজন মহিলাকে(বয়স অনুমান ৬৫) ধাক্কা দিলে মহিলা ঘটনাস্থলে আহত হয় রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়িয়া থাকে উক্ত সংবাদের প্রেক্ষিতে কমলনগর থানা পুলিশ ঘটনাস্থল হইতে অজ্ঞাতানামা আহত মহিলাকে সিএনজি করে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসার জন্য নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মহিলাকে পরীক্ষা নিরীক্ষা করিয়া মৃত ঘোষনা করেন
ঘটনার পরের দিন ২২য়ে মার্চ সকাল ১০:ঘটিকা সুলতানা রাজিয়া হজি তাহার নিজের ব্যক্তিগত কাজে থানায় জান পারিবারিক কথা বলার এক পর্যায়ে ওসি মোহাম্মদ তহিদুল ইসলামের মুখে অজ্ঞাতনামা মহিলার লাসের কথা শুনে নিজ জিম্মায় বায় ওই মহিলাকে নিজস্ব পারিবারিক কবরস্থানে দাফন করা সিদ্ধান্ত নেন তিনি বাড়িতে এসে তার চাচা জেঠা ভাইয়ের সাথে যোগাযোগ করলে সবাই তাহাকে এ অজ্ঞাতনামা মহিলাকে দাফন করার জন্য উৎসাহ করলে তিনি নিজ জিম্মায় ও নিজ খরচে অজ্ঞাতনামা মহিলার লাশ দাফনসম্পন্ন করেন
এই বিষয়ে এলাকায় খবর নিয়ে জানা যায় সুলতানা রাজিয়া হজি কমলনগর উপজেলার চর ফলকন পালোয়ান বাড়ির মৃত আবুল কাশেমের মেজ মেয়ে তিনি বর্তমানে চর ফলকন ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি পদে রয়েছেন এমনকি এলাকায় খবর নিয়ে দেখা যায় তিনি এলাকায় অনেক মানবিক কাজে নিজেকে নিয়োজিত রাখেন