—-শাকুর মাহমুদ চৌধুরী
শান্তি আসুক তোমার হৃদয়ে,
আল্লাহর কাছে নিত্য প্রার্থনা যায়।
সূর্য ডুবে আসে, নতুন শুরু হোক,
রমজানের আনন্দ সবার হাতে যোগ।
উজ্জ্বল চাঁদ দেখে দু’চোখে,
পুন্যময় মাস প্রত্যেকের স্বপ্নে।
সম্মানিত রমজান, আসে অবিস্মরণীয়,
মুসলিম ভাইবোনের হৃদয় ভরে উৎসবে।
মিলন হোক বন্ধুদের, পরিবারের সাথে,
সাধারণ বিশ্বাস আমাদের সাথে।
রমজানের মধুর আলো ছড়িয়ে গেছে,
মুক্তির প্রতীক দেখি বাজারে।
ইবাদতের মাঝে হাসির আবেগ,
পানির উপকারিতা, খুশির বেলা।
রমজানুল মোবারক বাদ দেওয়ার পরেই,
সমৃদ্ধ হোক আমাদের জীবনের চেয়ে বেশি।
সকলের জন্যে শুভ হোক রমজান,
আল্লাহ নিজেই হয় হেতু আমাদের বন্ধু।
সম্মানিত মাস, সম্মানিত উদ্যান,
রমজানের আলো প্রস্ফুটিত হোক আমাদের মনে।