1. jhramjan88385@gmail.com : bbarta :
  2. muhammadalomgir350@gmail.com : Muhammad Aaomgir : Muhammad Aaomgir
  3. abrahim111099@gmail.com : Bikal Barta :
A PENINSULA DEVELOPMENT DIALOGUE INITIATIVE এবং জুলাই, ৩৬ ফোরামের এর উদ্যোগে জাতীয় প্রেসক্লাবে । - Bikal barta
৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ| ২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ| শীতকাল| বুধবার| বিকাল ৩:৫৫|
সংবাদ শিরোনামঃ
ভাঙ্গায় বিএনপি’র সাবেক সভাপতি বিরুদ্ধে সংবাদ সম্মেলন কৃষক দল সভাপতির শ্রীপুরে এক কৃষকের ২টি গরু চুরি। দরিদ্র পরিবারের চতুর্থ শ্রেণীর ছা‌ত্রের হার্টে চিকিৎসায় এগিয়ে আসুন,, গেন্ডারিয়া থানা ৪৬ নং যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে আজ।  সিলেট সীমান্তে কোটি টাকার চোরাইপণ্য আটক  সিলেটের আল-হামরায় স্বর্ণ চুরি : কুমিল্লা থেকে স্বর্ণালংকার উদ্ধার, আটক ৩ নিয়ামতপুরে ৫৩ তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ  ডুমুরিয়ায় ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন ঢাকা থেকে নিখোঁজ হওয়া কিশোরী সুবা নওগাঁয় উদ্ধার, র‍্যাব হেফাজতে  পাইকগাছার গদাইপুরের গর্ভস্থ পানি পাইপ লাইনের মাধ্যমে পৌরসভায় সরবরাহের বিরোধ নিয়ে আলোচনা।

A PENINSULA DEVELOPMENT DIALOGUE INITIATIVE এবং জুলাই, ৩৬ ফোরামের এর উদ্যোগে জাতীয় প্রেসক্লাবে ।

রিপোর্টারের নাম
  • প্রকাশিত সময় রবিবার, জানুয়ারি ১২, ২০২৫,
  • 82 জন দেখেছেন

 

সাংবাদিক মো: মোক্তার আহমেদ :

আজ শনিবার ১১ ই জানুয়ারী ২০২৫ বেলা ১১.৩০ টায় জাতীয় প্রেসক্লাবে আকরাম খা হলে জুলাই, ৩৬ ফোরামের উদ্যোগে এবং PENINSULA CONSORTIUM ও J36 MOMENTAUM এর সহযোগীতায় জুলাই Revolution এর Spirit এর প্রেক্ষিতে বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক শক্তি কেন্দ্র হিসেবে এবং World এর Next 11 Economic হিসেবে গড়ে তোলার রোড় ম্যাপ নিরুপনে মৌখিক ১১টি বিষয়ে বাংলাদেশের সক্ষমতার উপর আলোকপাত করে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। উক্ত সংবাদ ব্রিফিং এ স্বাধীনতা ও তৎ পরবর্তী স্বাধীন আত্মসামাজিক, চাররাষ্ট্র সমন্নীতি, আমলাতন্ত্র, বিনিয়োগ প্রস্তুতি পর্যালোচনা তুলে ধরে বক্তারা ভবিষ্যৎ রোড় ম্যাপের বিষয়ে আলোকপাত করেন।গত ১৫৬ দিনে আমরা মিক্সড ফলাফল দেখতে পাচ্ছি। বিশ্বখ্যাত গোল্ডম্যান সার্চ ২০০৮ সনের প্রজেকশন হিসেবে পুরো বিশ্বকে এগিয়ে নেওয়ার হিসেবে বাংলাদেশের ১১ তম অর্থনৈতিক অবস্থানে ছিল। গত ১৬ বছরে বরং কেবলমাত্র আউটসোর্সিং তালিকায় ২য় থেকে ছিটকে ২৯তম হিসেবে গঠিত স্থলনের মর্যাদা পেয়েছি। জুলাই স্পিরিট এর মূল Essence ছিল বাংলাদেশের সত্যিকারের Republic হিসেবে ঘুরে দাড়ানো। গণমানুষের বাক স্বাধীনতা সহ Tax Payer দের কাছে প্রশাসনের এবং Public Procurement এ স্বচ্ছতার সাথে জবাবদিহিতা ও একটি কার্যকরি Futuristic জাতি হিসেবে মর্যাদার সাথে দক্ষিণ পূর্ব এশিয়ার Smart Power House হিসেবে এগিয়ে যাওয়ার Road Map প্রণয়ন। যাতে ১৩ বছর আগে বাংলাদেশ থেকে ইচ্ছাকৃত ভাবে প্রত্যাখ্যান করা Samsung অনেকটা আশাহত হয়ে ভিয়েতনামের মোবাইল Manufacturing করে ২০১২ সনে যা আজও বাংলাদেশের রপ্তানির চাইতে বেশি বৈদেশিক মুদ্রা অর্জন করে। গত রিজিমে বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করার সমস্ত আয়োজন সম্পন্ন করেছিল, যা প্রমাণিত। দুঃখজনক ভাবে এটা লক্ষ্য করা যাচ্ছে যে, গত ০৫ মাসের পরিস্থিতি খুব একটা হেরফের হয়নি। দিনের ভোট রাতে করানোর এবং আমি ও ডামি নির্বাচনের দায়িত্বে থাকা ৩২ ডিসি, এসপি বহুলতরিয়তের ছড়ি ঘুড়াচ্ছেন। যা ইতিমধ্যে সচিবালয় সহ সারা দেশে ফ্যাসিস্ট “শেখ হাসিনার পদলেহি ও সুবিধাভোগী শামীম আল মাসুম” এর মতো প্রজাতন্ত্রের কর্ম শৃঙ্খলা ভঙ্গের ধৃষ্টতা দেখা যাচ্ছে। আসন্ন রমজানের তেলসহ দ্রব্যমূল্য কোন পর্যায়ে যেতে তার আলামত ইতিমধ্যে বাজারে দৃশ্যমান। হত্যা, চাদাবাজি সহ অপরাধ রাস্তাঘাটে ট্রাফিক ব্যর্থতার মতো চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। সিকিমের লেন্দুপ দর্জির বাংলা ভার্সন বাংলাদেশ আওয়ামিলীগ 2.0 এর BAL সাম্রাজ্যের নিশ্বাস রন্ধ্রে রন্ধ্রে অবস্থান করছে। এই Legacy এর অবস্থান কেন হলো না। ৩৩ লক্ষ কোটি টাকার উপরে পাচারকৃত অর্থের কত শতাংশ ফিরিয়ে আনার ব্যবস্থা করা হয়েছে? বিদ্যুৎ খাতে Indemnity প্রাপ্ত ও ক্যাপাসিটি সার্চার্জের নামে লক্ষ কোটি টাকা হাতিয়ে নেয়া চক্রের বিরুদ্ধে রাষ্ট্রীয় কোষাগারে অর্থ ফেরতের কি ব্যবস্থা নেয়া হয়েছে? অনৈতিকভাবে সুবিধা নেয়া Summit, S Alam, গাজী, নাফিস সারাফাতের প্রতিষ্ঠানসহ অনেকগুলো বড় প্রতিষ্ঠান যেখানে প্রায় সাড়ে ৪ লাখের কর্মসংস্থান, ১ লক্ষ ২০ হাজার কোটি টাকার ব্যাংক লোন, রপ্তানী বিকল্প জাতীয় সম্পদ ও Export হুমকির সম্মুখীন। শুধুমাত্র প্রশাসনের অভিজ্ঞতা সম্পন্ন আমলাদের এসব জায়গায় Administrator বানিয়ে GDP-র ঋণাত্বক Growth উসকে না দিয়ে বরং দক্ষ Capable Concerned প্রফেশনালদের সাহায্য না নেয়া কতটুকু রাষ্ট্রীয় স্বার্থ রক্ষা করছে?

 

নিশ্চিতভাবে বলা যায় ৫৩ বছর পর বাংলাদেশ এমন এক যুগ সন্ধিক্ষণে দাড়িয়েছে সর্বস্তরের আপাময় জনসাধারণের সতস্ফুর্ত ইচ্ছা প্রতিফলনে ব্যতিক্রমে এ তরূণ তুর্কি ছাত্র ও লব্ধ প্রতিষ্টিত বিজ্ঞ ব্যক্তিত্বের সমাহারে তাক লাগানো Cabinet বাংলাদেশকে সত্যিকার ভাবে ঠিক দেড় দশক পর আবার ও Next 11 Economy হিসেবে গ্লোবাল Plat Form – এ Smartly Come Back করবে।

 

আমরা ২০৩০ সালের মধ্যে ট্রিলিয়ন ডলার টাকার জিডিপি হিসেবে আবির্ভূত হবে। Next 11 হওয়ার জন্যে বাংলাদেশকে মৌলিকভাবে ১১টি Front এ সক্ষমতা অর্জনের Road Map কার্যকর করতে হবে এবং এখনই এই সরকারের মাধ্যমে, It is just now or never.

 

১। Macro এবং Micro Economy Front এ পূর্ণগঠনের মাধ্যমে দীর্ঘ মেয়াদী গতিশীলতা আনা। যাতে করে বাংলাদেশ ও পুরো দক্ষিণ এশিয়া জুড়ে Vibrant Economic Integration- এ কাজ শুরু করা কেন্দ্রিয় ব্যাংক BIDS, Think Tank, Analysist, Strick Holders সহ সার্বিক সমন্বিত Engagement এর মাধ্যমে। এ অঞ্চলে Zero Poverty এবং Gracefull Living নিশ্চিত করা যাবে।

 

২। দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার কৌশলগত Epi centre Hub হিসেবে Physical Infrastructure ও Social Infrastructure উন্নয়নের জন্য Road Map তৈরী ও বাস্তবায়ন। এক্ষেত্রে Rail, MRT, High Speed Train, Deep Sea Port- এর সক্ষমতা বৃদ্ধি, নবায়নযোগ্য জ্বালানী, Refinary মাধ্যমে Energy Security নিশ্চিত করা এবং কার্যকরী শিক্ষা, স্বাস্থ্য, ট্যুরিজমের ফোকাস করা।

 

৩। প্রতিরক্ষাঘাতকে ইউএন পিস কিপিং এর বৃত্তের বাহিরে ব্লু ইকোনমি প্রেক্ষিতে রণতরী সংযোজনসহ কেবলমাত্র রাজনৈতিক প্রতিপক্ষকে বিগত সরকারের যত আয়নাঘরের কল্পকাহিনী থেকে আন্তর্জাতিক সক্ষমতার মানদন্ডের পৃথিবীর শীর্ষ দশের একটি তে পরিণত করা। বন্ধু প্রতিম বলে কোনো আভিধানিক প্রাসঙ্গকিতা নেই। গ্লোবালি স্মার্ট ডিফেন্স নিতে হবে।

 

পাকিস্তান সময়ের শাসনামলে ৮০ এর দশকে কোল্ডওয়ার ভিত্তিক কনফিউজড পররাষ্ট্রনীতি কে ঢেলে সাজিয়ে দক্ষিণ এশিয়ার স্মার্ট ন্যাশন হিসেবে লীড নেয়ার যোগ্যতা অর্জনের জন্য প্রয়োজনে বহুজাতিক ও কর্পোরেট সেবার সংমিশ্রনে সার্ককে অনিবার্যভাবে কার্যকর করে। এশিয়ান ও ইউনি পাওয়ার চীনা অর্থনীতির সাথে সমন্বিত করতে হবে। সার্ক এর সদস্য সংখ্যা ৮ থেকে বাড়িয়ে ৪.৬ টিসিএফ হাইড্রোকার্বন রিসার্ভ সম্পন্ন রাখাইন/মিয়ানমার, ভুটান, নেপাল সীমান্তবর্তী পরাশক্তি চীনকে ও সার্ক বলয়ে আনা সক্রীয় বিবেচনায় দরকার। বেল্ট আন্ড রোড ইনিটিয়া ও কোয়াড এ লজিক্যাল ডিসিশনের পাশাপাশি বঙ্গোপসাগরের কৌশলগত গুরুত্ব বিবেচনায় ব্লু ইকোনমি বেইজড এল্যায়ন্স গড়ে তোলা।

 

জি-৮ প্লাস গঠনকে যৌক্তিক প্রতিপন্ন করে বাংলাদেশ গ্লোবাল ক্লাবের সদস্য হবে। পাকিস্তান ও ভারতের সাথে অমিমাংশিত বিষয়ে নিষ্পন্ন প্রদান পূর্বক সম্পর্ক এগিয়ে নেয়া।

 

৫। সুন্দরবন প্রকৃতির এক অনন্য সাধারণ ডকটিন। কার্যত চার দশক আগে ও প্রতিনিয়ত তিন ট্রিলিয়ন বর্গমিটার পললদিয়ে গত দুই মিলিয়ন বছর ধরে পৃথিবীর বৃহত্তম ব-দ্বীপটি পরিবেশ বান্ধব ছিল। ইউনেস্কো হেরিটেজ এ সুন্দরবনকে আদর্শিক রূপকল্পে পুরো বাংলাদেশকে প্রতারণামূলক উন্নয়ন কর্মযোগের নামে পরিবেশ বিপর্যয়কারীর নগরায়ন, হাউরে অপরিকল্পিত বাধ, রামপাল বিদ্যুৎ কেন্দ্রের মতো দুষ্টক্ষত রিভার্স ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে অপসারণ সহ ব্যাক টু দ্যা নেচার হবে বাংলাদেশের স্বাস্থ্যকর জীবনযাত্রার মানদন্ড।

 

৬। ফরেন পলেসির অংশ হিসেবে গ্লোবাল প্ল্যাটফর্মে অগ্রধিকার মূলক ক্লাইমেট চেইঞ্জ ইস্যুর কারণে ইউ এন সিকিউরিটি কাউন্সিলের স্থায়ী মেম্বার হবে।

 

৭। দেশের প্রায় (দুই কোটির) ২০ মিলিয়ন ও বেশি অধিক বেকার এবং সরকারি অঙ্গনে কর্মসংস্থানের সীমাবদ্ধতার কথা বিবেচনায় রেখে শিল্প, সেবাখাত সম্প্রসারণ বিদেশে এবং ফারইস্ট দূরপ্রাচ্য থেকে ছোট মাঝারী মাইগ্রেটরি শিল্প কারখানা বাংলাদেশে রি-লোকেশন এর জন্য বাংলাদেশ ইকোনমি জোন্স আথরিটি, বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভলপমেন্ট অথরিটি, বিসিক, বেপজা সমন্বিতভাবে একই এলাকার হবে সুনির্দিষ্ট লেবার ইনটেনসিভ থেকে শুরু করে অগ্রধিকারমূলক আইসিটি, এ-৯, সেমি কন্ডাক্টর স্বত্ত হাইটেক ইনভেস্টমেন্ট টার্গেট করে রিজার্ভ ওরিয়েন্টেড ড্রাইভ নিবে। যাতে করে ২০৩০ সনের মধ্যে ডেমোগ্রাফিক ডিভিডেন্টের সুফল নিয়ে আড়াই কোটি লোকের কর্মসংস্থান করা যায় এবং এফডিআই তিন বিলিয়নের বৃত্ত থেকে বেরিয়ে দুই ডিজিটে উত্তরণ ঘটে। বাংলার সুনীল আকাশে বঙ্গবন্ধু স্যাটেলাইট যেন ভিয়েতনাম এর কক্ষপথ ছেড়ে নিজের কক্ষপথে ফিরে আসে। এই জন্য ভারতকে দেয়া বাংলার অরবিট ফিরিয়ে আনা। বঙ্গবন্ধু স্যাটেলাইট সহ-২ সহ অপ্রয়োজনীয় হরিলুটের প্রকল্প বাতিল করা। লালমনিরহাটে দেশের লারজেস্ট এম আর ও এর সাথে সমন্বয় করে দক্ষিণাঞ্চলে পৃথিবীর ৭ম স্পেস সাটল/ডেল্টা ষ্টেশন স্থাপন এর উদ্যোগ নেয়া।

 

৮। ক্রিড়া ক্ষেত্রে বিভিন্ন মেয়াদে কার্যকর রোডম্যাপ তৈরী। বাংলার আবহমান ফুটবলকে ও প্রাইরোটি দিয়ে ২০৩৮ সনে ফিফা ওয়ার্ল্ড কাপের আয়োজনের সার্বিক প্রস্তুতি গ্রহণ সহ উইমবেলডন টেনিস এর মতো ডেল্টা টেনিস, গলফ ফর্মুলা ১, গ্রাঁপি আয়োজনের অবকাঠামো তৈরী।

 

৯। ফ্যাসিস্টের সহযোগী ও উশ্চিষ্টভোগী ও নব্য রাজাকার প্রশাসনের শামীম গং এর মতো সারাদেশে উৎপেতে থাকা দুষ্টচক্র উৎঘাঠন পূর্বক প্রশাসন ও অন্যান্য ক্যাডারদের মধ্যে বৈষম্যের যৌক্তিক সমাধান করা। প্রজাতন্ত্রের বিশৃঙ্খলার সৃষ্টিপূরক ১৯৯৬ এর ভিন দেশের অনুচর মখা আলমগীর ও তার উত্তরসূরী বর্তমান সময়ের প্রেতাত্মাদের ট্রাইয়াল এর সম্মুখীন করা। সম্মুখীন করে রিপাবলিক এর মৌলিক গণমুখি জবাবদিহিতা মূলক গুড গভর্নেন্স এর চাটার প্রণয়ন ও কার্যকর করা। জুলাই বিপ্লবের সাথে সংহতিপূর্ণ আচরণ প্রণিধানযোগ্য।

 

১০। পৃথিবীর সবচেয়ে সম্মানিত নোবেল লরিয়েট প্রণীত ৩.০, জিরো আনএমপ্লয়মেন্ট, জিরো প্রোবার্টি, জিরো কার্বন এর সাথে জিরো করাপশন সমন্বয় করে জিরো টলারেন্স এপ্রোচ কার্যকরভাবে প্রতিপালন।

 

১১। রাষ্ট্র এবং এর প্রকৃত মালিক আপামর জনসাধারণের মৌলিক অধিকার নিশ্চিত পূর্বক নেক্সট ইলেভেন ইকোনমিক ন্যাশন হিসেবে বিনিয়োগের ডেসটিনেশন এর জন্য বাংলাদেশ কে বিশ্বে প্রাকৃতিক আশ্চর্য্যের ডেল্টা নেশন হিসেবে বাউন্ডারী করে মিডিয়া, এনলিসমেন্ট এসেন্স পাবলিক রিলেশন, সর্বোপরী বাংলাদেশ ২.০ আইকনিক জাতি হিসেবে ৩৬০ নেশনাইজ ছাড়িয়ে দেওয়ার সঠিক আয়োজন অবশ্যম্ভাবী।

 

রিফর্ম সংস্কার কমিশনের বৃহৎ মলাটের চিত্রটি যেনো কার্যকরভাবে একশন হিসেবে দৃশ্যমান হয়। যুদ্ধক্ষেত্রে লাল সংরক্ষিত পতাকা অর্জনের ১৯৭১ সাল থেকে ৫৩ বছর পর জুলাই বিপ্লবের মাধ্যমে সত্যিকারের স্বাধীনতা জনভীত্তি তৈরী এর অদ্বিতীয় সুযোগ কাজে লাগিয়ে আইকনিক কেবিনেট আমাদের জন আকাঙ্খার প্রতিফলন ঘটাবে। বক্তারা বিশ্বাস করেন ১৯৭১ থেকে ২০২৪ এর মধ্যে মুক্তিযুদ্ধ নিয়ে ২৬ শে সেপ্টেম্বর ২০২৪ এ গড়া একটি মাত্র রিট মহামান্য উচ্চ আদালতে সু- বিবেচনায় ছাত্র জনতার আত্বত্যাগকে মুক্তিযোদ্ধার সম্মাননা অবিহিত করার মাধ্যমে বাংলাদেশকে তার মর্যাদার স্থানে আশীন করবে বলে জুলাই ৩৬ ফোরামের আহবায়ক জনাব মোহাম্মদ এ নাজীর শাহীন দৃঢ় প্রত্যাশা ব্যক্ত করেন। সংবাদ সম্মেলনে সঞ্চালনার মুখপাত্র সুব্রত ঘোষ সুমন, সদস্য সচিব নাহিদ হোসাইন, মারুফী হোসাইন, কনক ইসলাম, এস এম লিমন এবং আরিয়ান নাজির উপস্থিত ছিলেন।

এছাড়া বক্তারা তাদের অগ্নিঝরা বক্তব্য জুলাই আগস্টের কাহিনী তুলে ধরেন।

আপনার সামাজিক মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও সংবাদ পড়ুন
© All rights reserved © 2024 bikal barta
error: Content is protected !!