ইমরান সরকার:- গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ১ নং কিশোরগাড়ী ইউনিয়নের হতদরিদ্র ও কর্মক্ষম জনগোষ্ঠীর মধ্যে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) ২০২৪-২৫ অর্থবছরের আওতায় সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
রোববার (২২ জুন) দুপুর ১২টায় পলাশবাড়ী উপজেলা পরিষদ চত্বর থেকে এসব সেলাই মেশিন আনুষ্ঠানিকভাবে বিতরণ করা হয়। দুই লক্ষ টাকা এডিপি বরাদ্দ থেকে এসব সামগ্রী ক্রয় করে উপকারভোগীদের মাঝে বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশবাড়ী উপজেলা প্রকৌশলী তপন কুমার চন্দ্র। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা জামায়াতের আমীর আবু বকর সিদ্দিক, ইউপি সচিব আনোয়ারুল ইসলাম, এবং ইউপি সদস্যবৃন্দ।
অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে ইউপি চেয়ারম্যান আবু বকর সিদ্দিক বলেন—
সরকারের এই প্রকার উদ্যোগ সত্যিকার অর্থেই প্রশংসনীয়। এই সহায়তা হতদরিদ্র নারীদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে। বিশেষ করে নারীরা এখন ঘরে বসেই সেলাই কাজের মাধ্যমে অর্থ উপার্জনের সুযোগ পাবেন, যা পরিবারে আর্থিক স্বচ্ছলতা আনবে। এটি সমাজের অসঙ্গতি, অনৈতিকতা এবং বেকারত্ব রোধে কার্যকর ভূমিকা রাখবে।
অনুষ্ঠান শেষে উপকারভোগী নারী সদস্যদের হাতে সরাসরি সেলাই মেশিন তুলে দেওয়া হয়।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট। আইন উপদেষ্টা: এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা। উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন, বার্তা সম্পাদক: আব্দুর রহিম। :: বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ
The Daily BikalBarta - National Newspaper of Bangladesh