হারুন অর রশীদ, স্টাফ রিপোর্টার :
জয়পুরহাটের কালাই উপজেলায় নারী উদ্যোক্তাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার লক্ষ্যে এক অনুপ্রেরণামূলক কর্মশালা সফলভাবে সম্পন্ন হয়েছে। আজ উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এই কর্মশালাটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের জাতীয় মহিলা সংস্থার তত্ত্বাবধানে 'তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্পের' আওতায় অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবং মহিলা জাতীয় সংস্থার চেয়ারম্যান, শামীমা আক্তার জাহান-এর সভাপতিত্বে আয়োজিত এই কর্মশালায় তৃণমূল পর্যায়ের নারী উদ্যোক্তাদের অর্থনৈতিক মুক্তির পথে এগিয়ে যেতে উৎসাহিত করা হয়। কর্মশালার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের প্রশিক্ষণ কর্মকর্তা সাজিয়া আফরীন। তিনি জাতীয় মহিলা সংস্থার বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম তুলে ধরেন এবং প্রকল্পের সফল বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেন।
উপস্থিত ছিলেন যারা
কর্মশালায় মূল্যবান বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহফুজা খাতুন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অরুণ চন্দ্র রায়, উপজেলা মৎস্য অফিসার তৌহিদা মোহতামিম, এবং সফল নারী উদ্যোক্তা নাসিমা খানম, হাবিবা আক্তার জার্সিয়া ও মর্জিনা খাতুন। এছাড়াও সংস্থার প্রশিক্ষকগণ, প্রশিক্ষণার্থী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
অর্থনৈতিক মুক্তির আহ্বান
সমাপনী বক্তব্যে ইউএনও শামীমা আক্তার জাহান নারী উদ্যোক্তাদের বিউটিফিকেশন, কাঁথা ও হাতে তৈরি বিভিন্ন সেলাই, এবং রন্ধনশিল্পের গুরুত্ব নিয়ে আলোচনা করেন। তিনি জোর দিয়ে বলেন, "নারীরা এখন আর পিছিয়ে নেই, তাদের সামনে এগিয়ে যেতে হবে।" তিনি উদ্যোক্তা ও প্রশিক্ষণার্থীদের অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে স্বাবলম্বী হওয়ার পরামর্শ দিয়ে কর্মশালার সমাপ্তি ঘোষণা করেন।
সেরা উদ্যোক্তাদের সম্মাননা
কর্মশালা শেষে, অতিথিদের হাত দিয়ে সেরা ১০ জন নারী উদ্যোক্তাকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়, যা তাদের কঠোর পরিশ্রম ও উদ্যোগকে স্বীকৃতি জানায়। পরিশেষে, সভাপতি উপজেলা নির্বাহী অফিসার অতিথিবৃন্দ এবং সাংবাদিকদের সাথে নিয়ে নারী উদ্যোক্তাদের হাতে তৈরি বিভিন্ন ধরনের খাবার পরিদর্শন করেন। খাবারের ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, "সব কয়েকটি তৈরি খাবারই খুবই মজাদার হয়েছে। তবে আরও আপডেট হওয়া দরকার।" এই মন্তব্যের মাধ্যমে তিনি আরও উন্নত হওয়ার অনুপ্রেরণা দেন এবং উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে তার কার্যালয়ের উদ্দেশ্যে রওনা হন।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট। আইন উপদেষ্টা: এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা। উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন, বার্তা সম্পাদক: আব্দুর রহিম। :: বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ
The Daily BikalBarta - National Newspaper of Bangladesh