ইমরান সরকার স্টাফ রিপোর্টার:- ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর (শায়েখে চরমোনাই) সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, আগে আওয়ামী লীগের নেতারা যে সুরে কথা বলতেন, এখন সেই একই সুরে বিএনপির নেতারাও কথা বলছেন। অর্থাৎ আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে আর কোনো পার্থক্য নেই। আগে যেভাবে চাঁদাবাজি হতো, এখনো তাই হচ্ছে—শুধু পদ্ধতি ও নাম বদলেছে, কিন্তু চাঁদাবাজির ধারা অপরিবর্তিত রয়েছে।
আজ মঙ্গলবার (২৪ জুন) সন্ধ্যায় গাইবান্ধা পৌর শহীদ মিনার চত্বরে ইসলামী আন্দোলন বাংলাদেশ, গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে আয়োজিত এক গণ সমাবেশে প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ফয়জুল করীম আরও বলেন, ‘হাতপাখার বিজয় মানেই দেশের বিজয়, মানুষের বিজয়।’ তিনি ইসলামী আন্দোলনের নির্বাচনী প্রতীক ‘হাতপাখা’-য় ভোট দেওয়ার আহ্বান জানান।
জেলা সভাপতি প্রভাষক মাওলানা মোহাম্মদ আব্দুল মাজেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য রাখেন—ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) অ্যাডভোকেট এম. হাছিবুল ইসলাম, মুহাম্মদ আনোয়ার উল ইসলাম আরিফ, মো. মাহবুবুর রহমান, মুফতি মাহমুদুল হাসান কাসেমী, মুফতি সৈয়দ তৌহিদুল ইসলাম, অ্যাডভোকেট মোহাম্মদ আজিজুল ইসলাম, আহমাদ আলী, মো. আব্দুল মুত্তালিব মণ্ডল, আমিনুল ইসলাম বুলবুল, হাফেজ মাওলানা মো. খায়রুজ্জামান, মো. আকরাম হোসেন, মো: আওলাদ হোসেন, মো. আসাদুল্লাহ আল গালিব, আবুল কালাম আজাদসহ অনেকে।
জেলা সেক্রেটারি মুফতি আল-আমিন বিন হোসাইনের সঞ্চালনায় সমাবেশে বক্তারা গণহত্যার বিচার, সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন, এবং দেশ ও ইসলামবিরোধী সকল ষড়যন্ত্র-চক্রান্তের প্রতিবাদ জানান।
সমাবেশে প্রধান অতিথি গাইবান্ধার তিনটি আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর প্রার্থীদের নাম ঘোষণা করেন। প্রার্থীরা হলেন,,,
গাইবান্ধা-২
(সদর): প্রভাষক মোহাম্মদ আব্দুল মাজেদ,
গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্লাপুর): মাওলানা আওলাদ হোসেন,
গাইবান্ধা-৪
(গোবিন্দগঞ্জ): মুফতি তৌহিদুল ইসলাম।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট। আইন উপদেষ্টা: এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা। উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন, বার্তা সম্পাদক: আব্দুর রহিম। :: বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ
The Daily BikalBarta - National Newspaper of Bangladesh