মোহাম্মদ ফয়সাল উদ্দিন, স্টাফ রিপোর্টার (লক্ষীপুর)
লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার প্রাণকেন্দ্র হাজিরহাট বাজার সংলগ্ন খাল খনন এখন সময়ের দাবিতে পরিণত হয়েছে। দীর্ঘদিন ধরে পানি নিষ্কাশনের পথ অবরুদ্ধ থাকায় প্রতি বর্ষায় বিস্তীর্ণ এলাকা পানিবন্দী হয়ে পড়ে। ফলে কৃষি, ব্যবসা-বাণিজ্য এবং সাধারণ মানুষের জীবনযাত্রা চরমভাবে ব্যাহত হয়। স্থানীয়দের মতে, এই খাল পুনঃখনন করা হলে বহু গ্রাম মুক্তি পাবে জলাবদ্ধতা থেকে।
স্থানীয় কৃষক ও ব্যবসায়ীরা জানান, অতীতে এই খাল ছিল এলাকার প্রধান পানি নিষ্কাশনের মাধ্যম। কিন্তু দীর্ঘদিন ধরে খালটি অবৈধ দখল ও পলি জমে সরু হয়ে গেছে। ফলে সামান্য বৃষ্টিতেই হাজিরহাট বাজার, চরলরেন্স, চরফলকনসহ আশপাশের গ্রামগুলো জলমগ্ন হয়ে পড়ে। এতে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এবং বাজার ও পানিবন্দি হয়ে যায়।
হাজিরহাট বাজার ব্যবসায়ী সমিতির সদস্য মোঃ শরিফুল ইসলাম জানান, “বাজার এলাকায় সামান্য বৃষ্টিতেই হাঁটু পানি জমে। এতে দোকানপাটে পানি ঢুকে যায় এবং ব্যবসায়ীরা ব্যাপক ক্ষতির মুখে পড়েন। খালটি খনন করা হলে পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হবে।
কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ রাহাত উজ জামান বলেন, “অবৈধ দখল ও খাল খননের জন্য ইতোমধ্যে প্রস্তাবনাটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে অনুমোদন হয়েছে ও অবৈধ দখল উচ্ছেদ কাজ চলমান দ্রুততম সময়ের মধ্যে বাস্তবায়ন সম্পূর্ণ করা হবে ।
উল্লেখ্য, হাজিরহাট বাজার সংলগ্ন এই খালটি শুধু পানি নিষ্কাশনের পথই নয়, বরং পুরো উপজেলার পরিবেশ, স্বাস্থ্য এবং অর্থনীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। সংশ্লিষ্ট মহলের দ্রুত উদ্যোগ এলাকাবাসীর দীর্ঘদিনের ভোগান্তি থেকে মুক্তির পথ প্রশস্ত করবে—এটাই প্রত্যাশা।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট। আইন উপদেষ্টা: এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা। উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন, বার্তা সম্পাদক: আব্দুর রহিম। :: বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ
The Daily BikalBarta - National Newspaper of Bangladesh