মহসিন আলম মুহিন
এইতো জীবন! প্রেম-ভালবাসা, হিংসা-বিবাদ, লোভ-বিদ্বেষ, কিছুরই থাকে না পরিবেশ, নিঃশ্বাসটা বের হলেই সব হয় শেষ, সবই যেন হয় শেষ! শিক্ষাঙ্গনে, বন্ধুদের সনে কে দেবে আড্ডা মধুর ব্যাকারণে, কে বলবে সাহিত্য আর কাব্য নিয়ে সুমিষ্ট কথোপকথনে। কে যাবে সাধনা আর তপস্যার সভাস্থলে। আহা! কোথাও নেই, কোথাও সে নেই! চায়ের আড্ডায়, কলেজে, বিশ্ববিদ্যালয় আর সভাসমাবেশে! কোথাও নেই! আহ! কে বলবে ছন্দ নিয়ে, কবি আর কবিতার অন্তমিল নিয়ে কথা! আহা কে বলবে শুদ্ধ ভাষা আর উচ্চারণ নিয়ে কথা! হাতড়িয়ে ফিরি দ্বারে দ্বারে! চারিদিকে ঘুরি, খুঁজে খুঁজে মরি, খুঁজে মরি নেই কোথাও বাবুর কণ্ঠ, বাবুর ভরাট কন্ঠের ধব্বনি; নিথর দেহ খাটিয়ায় গভীর ঘুমে মগ্ন সুর নাই হেথায়, আওয়াজ নাই কোনো ঠোঁটের কোণায়! স্ত্রী-পুত্র-স্বজন, করছে সবে ক্রদন, ছাত্র-ছাত্রী, সহযোদ্ধা, বন্ধু-বান্ধব, সকলেরে গেলে ছাড়ি-সকলের মুখে শোক আর আহাজারি! অনন্তের পথে পা বাড়ালে, তাই হলাম সকলেই তোমার সান্নিধ্যহীন, জলন্ত লাকড়ি, আর অসীমকে ছোঁবে বলে মোদরে ছেড়ে বহুদূরে, বহু দূরদেশে গেলে চলে! কত স্মৃতি বুকে, কত কথা উঠে তোমার শোকে! তোমার কত স্মৃতি চারপাশে আজ উড়ে, শুধু তুমিহীন, মোদের অন্তর মলিন, কাঁদো কাঁদো পরিবেশ ভেবে ভেবে শেষ-"নিভে গেলো একটি জ্ঞানের প্রদীপ"! ওপারে ভালো থেকো, ভালো থেকো মহাপ্রাণ, ভালো থেকো শিক্ষাগুরু, ভালো থেকো গুণীজন, ভালো থেকো আমাদের সকলের প্রিয় নীলমনি বাবু, প্রিয় স্যার নীলমনি, প্রিয় বন্ধু সুহৃদ, প্রিয় নীলমনি প্রিয়জন।।
# কলমেঃ-মহসিন আলম
মুহিন খামার গ্রাম কলেজ পাড়া থানাঃ-এনায়েতপুর উপজেলা চৌহালী জেলাঃ-সিরাজগঞ্জ
বিভাগঃ-রাজশাহী দেশঃ-বাংলাদেশ মোবাইল নং-০১৭১৬৯১৩৯৩৯
# মানুষ গড়ার কারিগর-
বাবু নীলমনি স্যারের অকাল প্রয়াণে!! মৃত্যুঃ- ২৮/০৬/২০২৫ ইংরেজি-রাত ১১ঃ ০০ ঘটিকায়, রোজঃ- শনিবার- হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে।।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট। আইন উপদেষ্টা: এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা। উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন, বার্তা সম্পাদক: আব্দুর রহিম। :: বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ
The Daily BikalBarta - National Newspaper of Bangladesh