ইমরান সরকার :-গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী সমবায় দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩ জুলাই) বিকাল ৫টায় উপজেলা সমবায় দলের উদ্যোগে গোবিন্দগঞ্জ উপজেলার শাখাহার ইউনিয়নের শহরগছি আদর্শ ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত কর্মী সভাবেশে প্রধান অতিথি ছিলেন জাতীয়তাবাদী সমবায় দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ নুর আফরোজ বেগম জ্যোতি।
অনুষ্ঠানে সন্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী সমবায় দলের কেন্দ্রীয় কমিটির শিক্ষা বিষয়ক সম্পাদক প্রফেসর ড. গোলাম কিবরিয়া মন্ডল। সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সুপ্রিম কোর্টের আইনজীবী ও সমবায় দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি অ্যাডভোকেট জহুরুল হক, সুপ্রিম কোর্টের আইনজীবী ও সমবায় দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ আখতারুজ্জামান বাবু, উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক আলতাফ হোসেন পাতা, শাখাহার ইউনিয়ন বিএনপির আহবায়ক মৌলুদা মান্নান, উপজেলা সমবায় দলের যুগ্ন সাধারণ সম্পাদক মোস্তাক ইবনে আলী পাঠান প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে সাবেক এমপি অধ্যক্ষ নুর আফরোজ বেগম জ্যোতি বলেন, আওয়ামী লীগ দেশটাকে শেষ করে দিয়েছে। গণতন্ত্র ধ্বংস করে দিয়েছে, সাংবিধানিক সব প্রতিষ্ঠানগুলোকে নষ্ট করে ফেলেছে। নতুন করে এই দেশকে গড়তে হবে। এজন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১ দফা দিয়েছেন কল্যাণের জন্য। আগামীতে বিএনপি ক্ষমতায় আসলে গণতান্ত্রিক একটি রাষ্ট্র উপহার দেবেন তারেক রহমান।
বাংলাদেশ জাতীয়তাবাদী সমবায় দল গোবিন্দগঞ্জ উপজেলা শাখার সভাপতি আব্দুল মতিন প্রধান আয়ুবের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান ও শহরগছি আদর্শ ডিগ্রি কলেজের অধ্যাপক আমিনুল ইসলাম। এতে সমবায় দলের জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট। আইন উপদেষ্টা: এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা। উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন, বার্তা সম্পাদক: আব্দুর রহিম। :: বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ
The Daily BikalBarta - National Newspaper of Bangladesh