আব্দুস শহীদ শাকির জকিগঞ্জ (সিলেট) প্রতিনিধি।
দেশের সবচেয়ে অবহেলিত সীমান্তিক জনপদের নাম জকিগঞ্জ-কানাইঘাট। দলীয় দায়িত্বশীল হিসেবে আমি দেশের প্রত্যন্ত অঞ্চলে ঘুরি। কিন্তু জকিগঞ্জ-কানাইঘাটের মতো এতো অবহেলিত কোন অঞ্চল আমার চোখে পড়েনি।বৃহস্পতিবার জকিগঞ্জের এম এ হক্ব চত্তরে উপজেলা জমিয়ত আয়োজিত গণ জমায়েতে প্রধান অতিথির বক্তব্যে দলের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক উপরোক্ত কথাগুলো বলেন। তিনি আরোও বলেন,নির্বাচনে পিআর প্রদ্ধতি বাংলাদেশের জন্য উপযোগী নয়, এতে গণমানূষের মতামতের প্রতিফল ঘটে না। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে অনেকে পিআর প্রদ্ধতিতে করতে চাইছেন। কিন্তু এ পদ্ধতির নির্বাচন বাংলাদেশের জন্য উপযোগী নয়। এ পদ্ধতিতে লাভের চেয়ে ক্ষতিই বেশি। যে নির্বাচনে গণমানুষের মতামতের প্রতিফলন ঘটে না ,সেটাকে নির্বাচন বলা যায় না।সুরমা-কুশিয়ারা নদীয় তীরে টেকসই বেড়িবাঁধ নির্মাণ ও জকিগঞ্জের সর্বত্র গ্যাস সরবরাহের দাবীতে অনুণ্ঠিত গণ জমায়েত উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা জওয়াদুর রহমানের সভাপতিত্বে ও সাংবাদিক কে. এম মামুন ও মাওলানা রায়হান উদ্দিনের যৌথ পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক। গণ-জমায়েত বাস্তবায়ন কমিটির আহবায়ক মাওলানা বিলাল আহমদ ইমরানের স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট-৪ আসনের জমিয়ত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এ্যাড. মোহম্মদ আলী, মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলনা বদরুল হক, সিলেট জেলা উত্তরের সহ সভাপতি মাওলানা নূর আহমদ ক্বাসেমী, সাধারণ সম্পাদক মুফতী এবাদুর রহমান, জকিগঞ্জ উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মুফতী মাহমুদ হোসাইন, কানইঘাট উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা আলতাফ হোসেন, গোওয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা গোলাম আম্বিয়া কয়েস, জকিগঞ্জ উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আব্দুল মুসাব্বির, বাংলাদেশ খেলাফত মজলিস পৌর শাখার সভাপতি শায়েখ মুস্তফা আহমদ, জনকল্যাণ সোসাইটির সহ সাধারণ সম্পাদক মাওলানা আতিকুর রহমান ও শ্রমিক জমিয়তের উপজেলা সহ সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক প্রমুখ।বক্তারা বলেন জকিগঞ্জ উপজেলার প্রধান সমস্যা নদী ভাঙন। এ সমস্যা থেকে উত্তরণের জন্য সুরমা কুশিয়ারা নদীর তীরে টেকসই বাঁধ নির্মাণ করতে হবে। জকিগঞ্জ উপজেলার মানুষের জন্য গ্যাস সরবরাহ করতে হবে। শ্যাওলা জকিগঞ্জ সড়কসহ সকল গ্রামীন রাস্তা মেরামত করতে হবে।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট। আইন উপদেষ্টা: এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা। উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন, বার্তা সম্পাদক: আব্দুর রহিম। :: বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ
The Daily BikalBarta - National Newspaper of Bangladesh