মোঃনুহু ইসলাম স্টাফ রিপোর্টার:
পটুয়াখালী জেলা দীর্ঘ ২৩ বছর পর বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পটুয়াখালী জেলা বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলনে প্রত্যক্ষ ব্যালটে সুষ্ঠু ও নিরপেক্ষভাবে স্বতঃস্ফুর্ত ভোট গ্রহনের মাধ্যমে সভাপতি ও সাধারন সম্পাদক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
জুলাই পটুয়াখালী ব্যয়ামাগারে সম্মেলনের প্রথম অধিবেশন শেষে একই স্থানে সন্ধ্যা ৬ টা থেকে রাত ১১ টা পর্যন্ত ব্যালট পদ্ধতিতে ভোট গ্রহন হয়। এতে ১৫১৪ জন ডেলিগেট কাউন্সিলরের মধ্যে ১১৭২ জন কাউন্সিলর তাদের ভোট প্রদান করেছেন বলে নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান সিনিয়র আইনজীবী আব্দুল হক ফরাজী নিশ্চিত করেছেন।
এ নির্বাচনে সভাপতি পদে জেলা বিএনপির সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টি ৭৫৫ ভোটে সভাপতি নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দী সভাপতি প্রার্থী জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মাকসুদ আহম্মদ বায়জীদ পান্না মিয়া পেয়েছেন ৪০২ ভোট।
সাধারন সম্পাদক পদে ৪৭৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য পিপি এ্যাডভোকেট মজিবর রহমান টোটন। তার নিকট প্রতিদ্বন্দী সাধারন সম্পাদক প্রার্থী জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য জেলা বাসমালিক সমিতির সভাপতি মোঃ বশির আহম্মেদ মৃধা পেয়েছেন ৪২০ ভোট।
এ ছাড়া সাধারন সম্পাদক প্রার্থী জেলা যুবদলের সাবেক সভাপতি মোঃ মনিরুল ইসলাম লিটন পেয়েছেন ১৬২ ভোট, জেলা যুবদলের সাবেক সাধারন সম্পাদক এ্যাডঃ তৌফিক আলী খান কবির ৮৪ ভোট, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোঃ দেলোয়ার হোসেন খান নান্নু পেয়েছেন ১৩ ভোট ও মোঃ সাইদুর রহমান তালুকদার সাঈদ তালুকদার পেয়েছেন মাত্র ৪ ভোট।
নির্বাচিত সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি ও সাধারন সম্পাদক এ্যাডঃ মজিবর রহমান টোটনদ্বয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমানের দল বিএনপি পরিবারের সকল পর্যায়ের নেতা কর্মী, সমর্থক, শুভাকাংখীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সকলকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান। নেতৃদ্বয় তাদের দায়িত্বপালনে সকলের সহযোগীতা কামনা করেছেন।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট। আইন উপদেষ্টা: এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা। উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন, বার্তা সম্পাদক: আব্দুর রহিম। :: বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ
The Daily BikalBarta - National Newspaper of Bangladesh