শেখ সাইদুল আলম সাজু, দিনাজপুর প্রতিনিধিঃ
দিনাজপুরের বীরগঞ্জ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের শালবাগান সংলগ্ন হাইওয়ে রোডে ডাকাতির চেষ্টাকালে এলাকাবাসীর হাতে ধরা পড়েছে কুখ্যাত ডাকাত মোহাম্মদ জালাল হোসেন (৩৫)। তিনি পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের পুরাতন জেলখানা এলাকার বাসিন্দা এবং মৃত রজব আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল (বৃহস্পতি বার) রাত আনুমানিক ১টার দিকে শালবনে ছয়জনের একটি ডাকাত দল ডাকাতির উদ্দেশ্যে অবস্থান নেয়। ওই সময় এলাকায় পাহারার দায়িত্বে থাকা স্থানীয় তরুণেরা তাদের সন্দেহজনক চলাফেরা লক্ষ্য করে ধাওয়া করে। ধাওয়া খেয়ে পাঁচজন পালিয়ে গেলেও একজন—জালাল হোসেন—আটক হন।
এলাকাবাসীর প্রাথমিক জিজ্ঞাসাবাদে জালাল স্বীকার করেন, তার সঙ্গে ডাকাতি পরিকল্পনায় অংশ নিয়েছিল একই এলাকার রফিকুল ইসলাম, তার ছেলে সোহেল, শহিদুলের ছেলে শরীফ এবং মানিকসহ আরও কয়েকজন। এদের সবাই বীরগঞ্জ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড, পুরাতন জেলখানা এলাকার বাসিন্দা এবং পূর্বে নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
স্থানীয় জনগণ ডাকাতদের গ্রেপ্তারের দাবি জানিয়ে দ্রুত আইনগত ব্যবস্থা নিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট। আইন উপদেষ্টা: এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা। উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন, বার্তা সম্পাদক: আব্দুর রহিম। :: বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ
The Daily BikalBarta - National Newspaper of Bangladesh