মোঃ শহিদুল ইসলাম (স্টাফ রিপোর্টার):বগুড়া জেলার শিবগঞ্জ সহকারী জজ আদালতে চলমান একটি সম্পত্তি বিরোধ মামলায় (মোকদ্দমা নং-২৫৩/২০২৫, শ্রেণি: অন্যান্য) আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে জোরপূর্বক নির্মাণ কাজ চালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে ১৪ নম্বর বিবাদী মোঃ রাব্বীর বিরুদ্ধে। তিনি মোঃ বেলাল হোসেনের পুত্র এবং শিবগঞ্জ উপজেলার নিয়ামতপুর গ্রামের বাসিন্দা।
বাদীপক্ষের পক্ষে বগুড়া জজ কোর্টের বিজ্ঞ আইনজীবী মোঃ সুজা উদ্দিন হাইকোর্ট ফর্ম নং (এম) ৫৫ অনুযায়ী আদালতে ‘তথ্যের জন্য আবেদন’ জমা দেন। উক্ত আবেদনে উল্লেখ করা হয়, ১৪ নম্বর বিবাদী মোঃ রাব্বী নালিশী তপশীলে বর্ণিত সম্পত্তিতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছেন। অথচ বাদীপক্ষের আবেদনের ভিত্তিতে আদালত তাকে ৭ (সাত) দিনের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দেন এবং আপত্তি শুনানি না হওয়া পর্যন্ত নালিশী সম্পত্তিতে কোনো ধরনের নির্মাণ কাজ না করতে অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেন।
তথ্য অনুযায়ী, মামলার বিষয়বস্তু সম্পত্তি সংক্রান্ত, যার বিবরণ নিম্নরূপ:
মৌজা: নিয়ামতপুর
জে.এল নং: ২৩
সি.এস খতিয়ান নং: ২৭
এম.আর.আর খতিয়ান নং: ৪৭
আর.এস খতিয়ান নং: ৫৭০
সাবেক দাগ: ২৬৬, হাল দাগ: ৪৫৯
ধরন: ভিটা/বাড়ি
মোট পরিমাণ: ৩৭ শতকের মধ্যে ২৭ শতক
বাদীপক্ষের অভিযোগ, বিবাদী আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে নালিশী জমিতে নির্মাণ সামগ্রী এনে পাকা ভবনের কাজ শুরু করেছেন, যা সম্পূর্ণ বেআইনি এবং আদালতের আদেশ লঙ্ঘনের সামিল। এ বিষয়ে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য তারা পুনরায় আদালতের হস্তক্ষেপ কামনা করেছেন।
মামলাটি বর্তমানে শুনানির পর্যায়ে রয়েছে। আদালতের চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত নিষেধাজ্ঞা বলবৎ রয়েছে বলেও সূত্র জানায়। তবে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও বিবাদীর এমন কার্যক্রমে স্থানীয়দের মাঝেও ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট। আইন উপদেষ্টা: এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা। উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন, বার্তা সম্পাদক: আব্দুর রহিম। :: বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ
The Daily BikalBarta - National Newspaper of Bangladesh