ঢাকা, ১০ মহররম ( দেবাশীষ মজুমদার ):
আজ পবিত্র আশুরা, কারবালার শোকাবহ ঘটনার স্মরণে বিশ্ব মুসলিম বিশেষ করে শিয়া সম্প্রদায়ের জন্য এক গুরুত্বপূর্ণ দিন। ৪০০ বছরের ঐতিহ্য ধারণ করে পুরান ঢাকার সূত্রাপুর থানাধীন ঐতিহাসিক বিবিকা রওজা শরীফে অনুষ্ঠিত হয় পবিত্র আশুরার ধর্মীয় অনুষ্ঠান ও তাজিয়া মিছিল, যা প্রতি বছর হাজারো মানুষের অংশগ্রহণে এক হৃদয়বিদারক পরিবেশ সৃষ্টি করে।
চলতি বছরের আয়োজন ছিল অত্যন্ত শৃঙ্খলাপূর্ণ ও আড়ম্বরপূর্ণ। আয়োজনে যেমন ছিল ধর্মীয় ভাবগাম্ভীর্য, তেমনি নিরাপত্তা ব্যবস্থা ছিল নজরকাড়া।
সূত্রাপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইফুল ইসলাম এর নেতৃত্বে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অত্যন্ত দক্ষতা ও সতর্কতার সাথে নিরাপত্তা নিশ্চিতে কাজ করেন। আশপাশের এলাকায় ছিল পুলিশ, ডিবি ও স্বেচ্ছাসেবকদের সম্মিলিত তৎপরতা।
ওসি মোঃ সাইফুল ইসলাম বলেন, "পবিত্র আশুরা উপলক্ষে আমরা সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করেছি যাতে ধর্মীয় অনুষ্ঠানে কেউ ব্যাঘাত না ঘটাতে পারে। সবার সহযোগিতায় শান্তিপূর্ণভাবে কর্মসূচি সম্পন্ন হয়েছে।"
বিবিকা রওজা শরীফ কমিটির আয়োজকরা জানান, এ বছরের আয়োজনে ছিল বিশেষ মোনাজাত, জিয়ারত, নওহা ও মার্সিয়া পাঠ। শতাব্দীপ্রাচীন এই আয়োজন শুধু ধর্মীয় নয়, সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ হিসেবেও মূল্যবান হয়ে উঠেছে পুরান ঢাকাবাসীর কাছে।
পুরান ঢাকার ইতিহাস, ত্যাগ, শোক আর ধর্মীয় ভাবগম্ভীর্যের এক অনন্য মিলনমেলা হয়ে ওঠে আশুরার এই আয়োজন — যেখানে অতীত ও বর্তমান একত্রে গাঁথা থাকে আধ্যাত্মিক আবেগে।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট। আইন উপদেষ্টা: এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা। উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন, বার্তা সম্পাদক: আব্দুর রহিম। :: বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ
The Daily BikalBarta - National Newspaper of Bangladesh