মন্জুরুল আহসান শামীম
স্টাফ রিপোর্টারঃ কাউনিয়া প্রেস ক্লাবের আগামী ২ বছরের জন্য নতুন ২০ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
শনিবার (৫ জুলাই) সন্ধায় ক্লাবের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত এক জরুরি সভায় সর্বসম্মতিক্রমে দৈনিক গণআলো ও সত্য প্রকাশ পত্রিকার সাংবাদিক শাহ রাজু কে সভাপতি, রাজধানী টিভি ও আমার সংবাদ পত্রিকার উপজেলা প্রতিনিধি সাইফুল ইসলাম কে সাধারণ সম্পাদক এবং দৈনিক জনকণ্ঠ ও মুভি বাংলা টেলিভিশন কাউনিয়া উপজেলা প্রতিনিধি মঞ্জুরুল আহসান শামীমকে সাংগঠনিক সম্পাদক পদে মনোনীত করে এ কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত কমিটিতে সিনিয়র সহ সভাপতি হলেন দৈনিক যুগান্তর পত্রিকার উপজেলা প্রতিনিধি আব্দুল কুদ্দুছ বসুনিয়া, সহ সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন সাপ্তাহিক প্রত্যাশার আলো পত্রিকার প্রকাশক ও সম্পাদক সারওয়ার আলম মুকুল, আজকের পত্রিকা/এশিয়ান টিভি) মিজানুর রহমান মিটুল, কালবেলা ও বায়ান্নর আলো প্রতিনিধি জাহিদুল ইসলাম জসিম।
কমিটির অন্যান্য সদস্য হলেন, জহির রায়হান (দৈনিক প্রতিদিনের সংবাদ) ও আসাদুজ্জামান আসাদ (দৈনিক যুগের আলো) কে যুগ্ম সাধারণ সম্পাদক সহ সাংগঠনিক সম্পাদক মোকছেদ আলী(ভোরের দর্পণ), আমজাদ হোসেন(দৈনিক আমাদের সময় /দেশের চিত্র) কোষাধ্যক্ষ, আশরাফুল হাবীব তুষার (দি বাংলাদেশ টুডে) কে আইন বিষয়ক সম্পাদক, আমিনুল ইসলাম(চ্যানেল এস) কে প্রচার সম্পাদক, সজীব উদ্দিন দি রিভিট নিউজ কে দপ্তর সম্পাদক, কমিটির নির্বাহী সদস্যরা হলেন, মনিরুল ইসলাম মিন্টু(মানবজমিন) ,মনোয়ার হোসেন সুজন(এনটিভি অনলাইন) ,আলমগীর হোসেন(তিস্তা সংবাদ)আনোয়ার হোসেন (মানববার্তা) আব্দুল্লাহ আল আনন্দ(সবার কথা/জনসংযোগ) মাহবুব রহমন(আলোর দিগন্ত) কে সদস্য করে ২০ সদস্য বিশিষ্ট কাউনিয়া প্রেসক্লাবের দ্বি-বার্ষিক কমিটি গঠন করা হয়েছে।
সভায় কমিটির নেতৃবৃন্দ পেশাগত উৎকর্ষতা ও নৈতিকতা বজায় রাখার ওপর জোর দেন। সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, দক্ষতা বৃদ্ধি এবং প্রশিক্ষণের মাধ্যমে সক্ষমতা তৈরির লক্ষ্যে নানা পরিকল্পনা গ্রহণ করা হয়।
কাউনিয়া প্রেস ক্লাবের নবগঠিত এই কমিটি শুধু সাংবাদিকদের অধিকার ও উন্নয়নের জন্যই নয়, বরং কাউনিয়া উপজেলার সাধারণ মানুষের কল্যাণে ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট। আইন উপদেষ্টা: এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা। উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন, বার্তা সম্পাদক: আব্দুর রহিম। :: বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ
The Daily BikalBarta - National Newspaper of Bangladesh