হারুন অর রশিদ, স্টাফ রিপোর্টার :
জয়পুরহাট, ৭ই জুলাই ২০২৫, সোমবার: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঘোষিত 'রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১-দফা রূপরেখা' বাস্তবায়নের লক্ষ্যে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার রুকিন্দিপুর ইউনিয়নে আজ এক লিফলেট বিতরণ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এই কর্মসূচি আয়োজিত হয়।
এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য এবং বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা আইনজীবী ফোরামের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এবং জেলা জজ কোর্টের বিজ্ঞ এপিপি অ্যাডভোকেট হারুনুর রশিদ হারুন। এছাড়াও, জয়পুরহাট জেলা আইনজীবী সমিতির প্রচার, প্রকাশনা ও গ্রন্থাগার বিষয়ক সম্পাদক এবং জেলা জজ কোর্টের বিজ্ঞ এপিপি অ্যাডভোকেট রুহুল আমিন ফারুক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাইসুল আলম রিপন, আক্কেলপুর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক রায়হান খান ও সাবেক সাংগঠনিক সম্পাদক রকেট, আক্কেলপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক রাসেল আহমেদ, আক্কেলপুর পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক ডিএম জাকির এবং আক্কেলপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সৈকত মাহমুদ। এছাড়াও, আক্কেলপুর উপজেলা বিএনপি নেতা হুমায়ুন কবির রানা ও আপেল মাহমুদ বকুল, মহিলা দলের নেত্রী মনি আরা এবং হাজেরা খাতুন লিলি উপস্থিত ছিলেন।
রুকিন্দিপুর ইউনিয়ন বিএনপির নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক সেক্রেটারি দেওয়ান ভুট্টু, সাবেক যুগ্ম সম্পাদক খাইরুল ইসলাম, ফিরোজ হোসেন, হামিদুল ইসলাম, হালিমুজ্জামান টুনু এবং টিপু দেওয়ান।
ছাত্রদল ও যুবদলের নেতৃবৃন্দের মধ্যে আরও উপস্থিত ছিলেন হারুনুর রশিদ হারুন, মেরিন হোসেন, আক্কেলপুর থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম, আক্কেলপুর উপজেলার যুবনেতা সবুজ কাজী, ছাত্রনেতা অনিক, মধু, স্বাদ এবং রিফাত সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এই কর্মসূচির মাধ্যমে বিএনপির 'রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১-দফা রূপরেখা' সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করা হয় এবং দলের রাজনৈতিক বার্তা ছড়িয়ে দেওয়া হয়।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট। আইন উপদেষ্টা: এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা। উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন, বার্তা সম্পাদক: আব্দুর রহিম। :: বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ
The Daily BikalBarta - National Newspaper of Bangladesh