এস এম রনি, সাতক্ষীরা: সাতক্ষীরা প্রেসক্লাবে সাংবাদিকদের ওপর হামলা ঘটনার পর সাংবাদিকদের বিরুদ্ধে করা মিথ্যা কাউন্টার মামলায় উপস্থিত সকলের জামিন দিয়েছেন আদালত। সোমবার (৭ জুলাই) বেলা সাড়ে ১১টায় ৩৭ জন সাংবাদিকের মধ্যে ৩৩ জন সাংবাদিক স্বেচ্ছায় আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে আদালতের বিচারক সাতক্ষীরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এর প্রথম আদালতের বিচারক রাফিয়া সুলতানা তাদের জামিন মঞ্জুর করেন।
সাংবাদিকদের বিরুদ্ধে কাউন্টার এ মিথ্যা মামলাটি দায়ের করেন আ.ন.ম আবু সাঈদ। মামলায় ৩৭ সাংবাদিকের নাম উল্লেখ করা হয়, যাদের বিরুদ্ধে দাঙ্গা, ভাঙচুর ও হত্যাচেষ্টার মতো ফৌজদারি ধারা প্রয়োগ করা হয়েছে।
আদালতে সাংবাদিকদের জামিনের পক্ষে সওয়াল করেন, সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. এম শাহ আলম, সাবেক পিপি ও জেলা বিএনপির সাবেক আহ্বায়ক অ্যাড. সৈয়দ ইফতেখার আলী ও অ্যাড. খায়রুল বদিউজ্জামানসহ প্রায় অর্ধশত আইনজীবী।
জামিন পাওয়া সাংবাদিকরা বলেন, আমরা ন্যায়বিচারের ওপর আস্থাশীল বলেই আইন মেনে আদালতে আত্মসমর্পণ করেছি। সাংবাদিকদের বিরুদ্ধে যেভাবে উদ্দেশ্য মূলকভাবে মামলা করা হয়েছে, তাতে আমাদের পেশাগত নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
এদিকে সাংবাদিক নেতারা দাবি করেছেন, মূলত সাংবাদিকদের ওপর সংঘটিত হামলার ঘটনা আড়াল করতেই পাল্টা মামলা করেন আবু সাঈদ। যারা হামলার শিকার হয়েছেন, আজ তারাই আসামি, এটি ন্যায়বিচারের পরিপন্থি। আমরা দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার ও নিরপেক্ষ তদন্ত দাবি করছি।
উল্লেখ্য, গত ৩০ জুন সাতক্ষীরা প্রেসক্লাব এলাকায় দখলদার অবৈধ কমিটির আবু সাঈদ, আব্দুল বারী ও মনিরুল ইসলাম মিনির নির্দেশে সাংবাদিকদের ওপর হামলা চালায় বহিরাগত সন্ত্রাসীরা। এতে সভাপতি আবুল কাশেম, যুগ্ন সাধারন সম্পাদক এম বেলাল হোসাইন, সদস্য আমিনুর রহমানসহ অন্তত ৩০ জন সাংবাদিক আহত হন। এ ঘটনায় থানায় দুটি পৃথক মামলা দায়ের হয়। একটি সাংবাদিকদের পক্ষ থেকে প্রেসক্লাব সাধারন সম্পাদক আসাদুজ্জামান বাদী হয়ে এবং অপরটি হামলাকারীদের পক্ষে কাউন্টার মামলা করেন আবু সাঈদ বাদী হয়ে।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট। আইন উপদেষ্টা: এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা। উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন, বার্তা সম্পাদক: আব্দুর রহিম। :: বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ
The Daily BikalBarta - National Newspaper of Bangladesh